সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আবারো নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। আর সাধারণ সম্পাদক হলেন আওয়ামী লীগের ত্যাগী নেতা আলতাফুজ্জামান মিতা।
গত সোমবার (২৮ নভেম্বর) ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে অনুষ্ঠিত দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে জেলা আওয়ামী লীগের এ কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের উদ্বোধক করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে আজিজুল ইমাম চৌধুরী ও অ্যাডভোকেট তহিদুর রহমান সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শাহ ইয়াজদান মার্শাল ও ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলের নাম ঘোষণা করা হয়। এ কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় আওয়ামী লীগের অনুমোদন নেবেন।
উল্লেখ্য, ১০ বছর পর দিনাজপুর জেলা আওয়ামী লীগের এ সম্মেলনকে ঘিরে বেশ কিছুদিন থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে অনেকের নাম শোনা যাচ্ছিল। সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন নেতার ব্যানার ও পোস্টারে ছেয়ে গিয়েছিল দিনাজপুর শহর।