Home রঙ্গমঞ্চ বিয়ের ১১ মিনিটেই ডিভোর্স! নতুন সিরিয়ালের ঘটনা

বিয়ের ১১ মিনিটেই ডিভোর্স! নতুন সিরিয়ালের ঘটনা

নিউজ ডেস্ক

by Nahid Himel

বিয়ে মানেই সাত জন্মের বন্ধন, এমনটাই বলা হয়ে থাকে। কিন্তু বর্তমান সময় নানান কারণে অনেকেরই বিয়ে টেকে না। দূরত্ব আসে, যে যার মতো জীবন বেছে নেয়। কিন্তু তাই বলে বিয়ের ১১ মিনিটের মধ্যেই ডিভোর্স!

এমনটা কেউ কখনও শুনেছে না দেখেছে! এতদিন না শুনলেও এবার শুনবেন এবং দেখবেনও।

কোথায়? একটি হিন্দি ধারাবাহিকে। কালার্স টিভিতে এই ধারাবাহিকটি আসতে যাচ্ছে। কী দেখা গেল প্রোমোতে?
বিয়ের আসরে উপস্থিত বর, বউ দুজনেই। ঘড়ির কাঁটা বলছে ৯টা বাজে। একে অন্যের গলায় তখন তাঁরা মালা দেন। এরপর রাত ১১টা নাগাদ সাত পাকে বাঁধা পড়েন অগ্নিকে সাক্ষী রেখে। এরপর বারোটা ৯ মিনিটে সিঁদুর দান সম্পন্ন হয়, এবং তাঁদের বিয়েও। কিন্তু এরপর ঘড়ির কাঁটা ১২টা ২০ ছুঁতেই এটা কী ঘটে গেল! বিবাহ বিচ্ছেদ! হ্যাঁ, বিয়ের ১১ মিনিটের মধ্যেই ডিভোর্স।

‘অগ্নিসাক্ষী এক সমঝোতা’ নামক একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে কালার্স টিভিতে। আর সেই ধারাবাহিকের প্রোমোই কদিন আগে কালার্স টিভির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গেছে বিয়ের মাত্র ১১ মিনিটের মধ্যেই নববধূর হাতে তাঁর স্বামী ডিভোর্স পেপার ধরিয়ে দিচ্ছেন।

এই প্রোমো নিয়ে নেট পাড়ায় চলছে ট্রোল, হাসি মজা। বিয়ের পিঁড়িতেই বিবাহ বিচ্ছেদ, গোটা বিষয়টাতেই ভারী মজা পেয়েছেন দর্শকরা। কেউ কেউ আবার বিষয়টা নিয়ে আপত্তি জানিয়েছেন।

হিন্দুস্তান টাইমস, ইনস্টাগ্রাম

এই বিভাগের আরো খবর

Leave a Comment