Home মাঠে ময়দানে জয় দিয়ে অভিষেক হলো অধিনায়ক লিটনের

জয় দিয়ে অভিষেক হলো অধিনায়ক লিটনের

নিউজ ডেস্ক

by Nahid Himel

নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের ইনজুরিতে পড়ায় ভারতের বিপক্ষে কাকে ওয়ানডে অধিনায়ক করা যায়, তা নিয়ে চিন্তিত ছিল বিসিবি। সাকিব আল হাসান রাজি হননি। তাই নেতৃত্বভার দেওয়া হয় লিটন কুমার দাসকে। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে প্রথম সুযোগেই বাজিমাত করলেন লিটন।

দারুণ ফর্মে থাকা এই ওপেনারের ওয়ানডে নেতৃত্বের শুরুটা হলো ভারতের বিপক্ষে জয় দিয়ে।মিরপুর শেরেবাংলায় ভারতের বিপক্ষে আজ ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। মাত্র ১৮৭ রান তাড়া করতে নেমে হারতে বসা দলকে জয়ের বন্দরে নিয়ে যান মেহেদি মিরাজ ও মুস্তাফিজুর রহমান। দশম উইকেটে দুজনে গড়েন ৫১* রানের অবিচ্ছিন্ন জুটি। লিটন আজ দারুণ ক্যাপ্টেন্সি করেছেন। ব্যাট হাতে করেছেন ৪১ রান। ওয়াশিংটন সুন্দরের বলে আউট হওয়ার আগে সাকিবের সঙ্গে গড়েন ৪৮ রানের কার্যকর জুটি।

এই জয়ে শেষ ব্যাটার হিসেবে মিরাজকে সঙ্গ দেওয়া মুস্তাফিজের ১০* রানের অবদানও কম নয়। রুদ্ধশ্বাস জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত লিটন বলেন, ‘আমি আর সাকিব ভাই যখন ব্যাটিং করছিলাম, তখন মনে হচ্ছিল সহজেই জিতব। মাঝে ওরা খুব ভালো বোলিং করেছে। বাউন্সও তখন অসমান ছিল। শেষ ছয়-সাত ওভারে মিরাজ ও মুস্তাফিজ যে ব্যাটিং করেছে সেটা খুব উপভোগ করেছি। আমার আস্থা ছিল আফিফ, মিরাজের ওপর। মিরাজ যে ব্যাটিং করেছে অবিশ্বাস্য। ’

এই বিভাগের আরো খবর

Leave a Comment