সপ্তাহখানেকের নাটকীয়তা, টানাপোড়েন ও নানা জল্পনা-কল্পনা শেষে রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। পুলিশের অনুমতি পাওয়ার পর গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপিও জানিয়েছে, আজ শনিবার সকাল ১১ টায় সায়েদাবাদের কাছে গোলাপবাগ মাঠে সমাবেশ হবে।
সমাবেশস্থল নিয়ে পুলিশ ও বিএনপি এমন সময় সমঝোতায় এল যখন এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে দলের এক কর্মীর প্রাণ হারিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সাড়ে চারশতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।
তবে রাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোলাপবাগ মাঠে সমাবেশ আয়োজনে বিএনপির কাছ থেকে তারা এখনো কোনও আবেদন পায়নি।
নির্দলীয় সরকারের দাবি আদায়, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও দলীয় কর্মসূচিতে নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে সব বিভাগীয় শহরে সমাবেশ করছে বিএনপি। আজ শনিবার (১০ ডিসেম্বর) ঢাকার সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে।