Home জাতীয় বিএনপির ৬ সাংসদের আসন শূন্য ঘোষণা, গেজেট প্রকাশ

বিএনপির ৬ সাংসদের আসন শূন্য ঘোষণা, গেজেট প্রকাশ

নিউজ ডেস্ক

by Nahid Himel

বিএনপির ছয়জন সাংসদের সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। গতকাল রবিবার (১১ ডিসেম্বর) রাতে এই গেজেট প্রকাশ করা হয়।

উকিল আবদুস সাত্তারের পদত্যাগে ব্রাহ্মণবাড়িয়া-২, জিএম সিরাজের পদত্যাগে বগুড়া-৬, আমিনুল ইসলামের পদত্যাগে চাঁপাইনবাবগঞ্জ-২, জাহিদুর রহমানের পদত্যাগে ঠাকুরগাঁও-৩, মোশাররফ হোসেনের পদত্যাগে বগুড়া-৪ ও রুমিন ফারহানার পদত্যাগে সংরক্ষিত নারী আসন ৫০ শূন্য ঘোষণা করা হয়। আগামী ৯০ দিনের মধ্যে এসব আসনে উপনির্বাচন করতে হবে।

পরবর্তীতে সমাবেশ মাঠেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তারা। বিএনপির এই নেতারা বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা পদত্যাগপত্র ই মেইলে গতকালই পাঠিয়ে দিয়েছেন।

এরপর রবিবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র দেন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment