১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল কর্মসূচি দিয়েছিল বিএনপি। একই দিন আওয়ামী লীগের সম্মেলন থাকায় ওই দিন কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
দলটির সূত্র বলছে, সংঘাত এড়াতে বিএনপি ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ঘোষিত এই কর্মসূচি ২৪ ডিসেম্বরের আগে বা পরে করার সিদ্ধান্ত নিয়েছেন দলের নীতিনির্ধারকরা। স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
গয়েশ্বর চন্দ্র রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিল সম্পর্কে আমরা অবগত ছিলাম না। আওয়ামী লীগের অনুরোধে আমরা মিছিলের তারিখ পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছি। সমমনা রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে কর্মসূচির নতুন দিন নির্ধারণ করা হবে। ’
এর আগে মঙ্গলবার বিকেলে দলীয় এক কর্মসূচিতে বিএনপিকে ২৪ ডিসেম্বর কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘২৪ তারিখ আমাদের জাতীয় সম্মেলন, সেদিন কেন প্রগ্রাম দিয়েছে তারা? সেদিন কেন তাদের কর্মসূচি আমি জানতে চাই। প্রত্যাহার করুন। সংঘাতের উসকানি দেবেন না। ’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দুই মাস আগে আমাদের নেত্রী ২৪ তারিখ ডিকলেয়ার (ঘোষণা) করেছেন। এই কর্মসূচির অর্থ সংঘাতের উসকানি দেওয়া। ১০ তারিখে ব্যর্থ হয়ে এখন ২৪ তারিখে গণ্ডগোল করার ষড়যন্ত্র করছে বিএনপি। ’
সেতুমন্ত্রীর বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ২৪ ডিসেম্বরের কর্মসূচির সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানানো হলো বিএনপির তরফ থেকে।