+
যুক্তরাষ্ট্রে সমকামী এবং আন্তঃজাতিগত বিয়ের অধিকার রক্ষা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই পদক্ষেপের কারণে অধিকারকর্মীদে"/>
Home বিশ্বমঞ্চ সমকামীদের বিয়ের অধিকার রক্ষা আইনে স্বাক্ষর করলেন বাইডেন

সমকামীদের বিয়ের অধিকার রক্ষা আইনে স্বাক্ষর করলেন বাইডেন

নিউজ ডেস্ক

by Nahid Himel
+
যুক্তরাষ্ট্রে সমকামী এবং আন্তঃজাতিগত বিয়ের অধিকার রক্ষা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই পদক্ষেপের কারণে অধিকারকর্মীদের কাছে বাহবা পাচ্ছেন বাইডেন।

জো বাইডেন স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসের লনে একটি অনুষ্ঠানের সময় ‘রেসপেক্ট ফর ম্যারেজ অ্যাক্ট’ নামে ওই বিলে স্বাক্ষর করেছেন। ওই সময় সেখানে শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতাসহ হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন।

জো বাইডেন বলেছেন, আজ একটি শুভ দিন। সাম্য, স্বাধীনতা ও ন্যায়বিচারের দিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার দিন এটি। এটা একক কারো জন্য নয়, প্রত্যেকের জন্য।

তিনি আরো বলেছেন, এই আইনটি প্রতিটি মার্কিনির জন্য গুরুত্বপূর্ণ। আপনি যেই হোন এবং যাকেই ভালোবাসেন না কেন, সমস্ত প্রকারের ঘৃণার বিরুদ্ধে আঘাত হেনে এই আইনে তা (সেই ভালোবাসা) রক্ষা করে।

চলতি বছরের নভেম্বরের শেষের দিকে মার্কিন সিনেটে ভোটের পর মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস ৮ ডিসেম্বর আইনটি পাস করে। এরপর মঙ্গলবার ওই বিলে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট।  সূত্র: আলজাজিরা।

এই বিভাগের আরো খবর

Leave a Comment