বিএনপির চেয়ার পারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম ও বিএনপির যুগ্ম মহাসিচব খায়রুল কবির খোকনসহ দলটির পাঁচ নেতাকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
Home রাজনীতি কারাগারে বিএনপির পাঁচ নেতাকে ডিভিশন দিতে নির্দেশ

কারাগারে বিএনপির পাঁচ নেতাকে ডিভিশন দিতে নির্দেশ

নিউজ ডেস্ক

by Nahid Himel

বিএনপির চেয়ার পারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম ও বিএনপির যুগ্ম মহাসিচব খায়রুল কবির খোকনসহ দলটির পাঁচ নেতাকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশনা চেয়ে এই পাঁচ নেতার স্ত্রীদের করা রিটে শুনানির পর বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

অন্য তিন নেতা হলেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন খান ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।

ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ থাকার পরও কারাগারে ডিভিশন না দেওয়ায় তাদের স্ত্রীরা হাইকোর্টে আলাদা পাঁচটি রিট করে।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, কায়সার কামাল, নাসির উদ্দিন আহমেদ অসীম, মনিরুজ্জামান আসাদ ও মাকসুদ উল্লাহসহ আরো অনেকেই। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ।বিভিন্ন মামলায় মামলায় গত ৮ ডিসেম্বর থেকে তারা কারাগারে আছেন। ৯ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট আদালত তাদের প্রথম শ্রেণির মর‌্যদা দিয়ে ডিভিশন দিতে আদেশ দিয়েছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment