ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিকবিষয়ক ডেপুটি ফরেন মিনিস্টার (পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব) আলী বাঘেরি কানি আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় আসছেন। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করতে তিনি এ সফর করবেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী বাঘেরি কানি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলমের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে।সফর শেষে আজ রাতেই তিনি ঢাকা ছাড়বেন।
গত মাসে ইরানের একটি প্রতিনিধিদল ঢাকায় ইন্ডিয়ান ওশ্যান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে যোগ দেয়। সে সময় ইরানের প্রতিনিধিদল বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, জ্বালানি, রাসায়নিক সার ও খাদ্য নিরাপত্তা খাতে সম্পর্ক জোরদারে বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক এবং যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের ওপর জোর দেয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম বাংলাদেশ ও ইরানের মধ্যে সম্ভাব্য বাণিজ্য সম্ভাবনা তুলে ধরেন। এর পাশাপাশি তিনি বাণিজ্য প্রতিনিধিদলের সফর প্রত্যাশা করেন।