শিল্পী সমিতির নির্বাচন : চলতি বছরের শুরু থেকেই আলোচনা-সমালোচনায় শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনের প্রচার-প্রচারণার সময় দেখা যায় শিল্পীদের বিভাজন। একে অন্যকে আক্রাত্মকভাবেও সেই সময় কথা ব"/>
Home রঙ্গমঞ্চ বছরজুড়ে উত্তাপ-উত্তেজনা

বছরজুড়ে উত্তাপ-উত্তেজনা

বিনোদন ডেস্ক

by Nahid Himel

শিল্পী সমিতির নির্বাচন : চলতি বছরের শুরু থেকেই আলোচনা-সমালোচনায় শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনের প্রচার-প্রচারণার সময় দেখা যায় শিল্পীদের বিভাজন। একে অন্যকে আক্রাত্মকভাবেও সেই সময় কথা বলেন। একইসঙ্গে ২৮ জানুয়ারি নির্বাচনের ফলাফলেও আসে অসন্তোষ প্রকাশ। প্রথমে নির্বাচন কমিশন সাধারণ সম্পাদক পদে নায়ক জায়েদ খানকে জয়ী ঘোষণা করেন। নির্বাচনী ফলাফলে অসন্তোষ প্রকাশ করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আপিল করেন সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। বর্তমানে নিপুণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে আছেন।

জায়েদ খান-ওমরসানীর দ্বন্দ্ব : খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা যায় সেই সময়। ওমর সানী শিল্পী সমিতিতে জায়েদখানের বিরুদ্ধে লিখিত অভিযোগও দেন। নায়িকা মৌসুমীকে ঘিরেই জায়েদ খান ও ওমরসানীর মধ্যে এ দ্বন্দ্বের সূত্রপাত হয়।

শাকিব-বুবলীর সন্তানের খবর প্রকাশ : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ৩০ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সন্তানের ছবিসহ বিস্তারিত প্রকাশ্যে আনলেন এ নায়িকা। সন্তান ও স্বামীকে পরিচিত করিয়ে দিলেন সবার সঙ্গে। এদিন দুপুর ১২টায় বুবলী ফেসবুকে নাটকীয় এক ঘোষণায় জানিয়ে দিয়েছেন, তার সন্তানের নাম শেহজাদ খান বীর। আর স্বামীর নাম শাকিব খান। শেহজাদের বাবা শাকিব।

বুবলীর স্ট্যাটাসে তোলপাড় শুরু হয় সিনে অঙ্গনে। ভক্ত-শুভাকাক্সক্ষীদের অনেকে তাকে শুভেচ্ছায় ভাসান। আবার মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। ফেসবুক কমেন্ট ঘরে গিয়ে দেখা গেছে কেউ কেউ বিয়ে ও সন্তানের তথ্য গোপন করায় বুবলীর তীর্যক সমালোচনা করেছেন।

পরীমনি-মিমের সোশ্যালযুদ্ধ : চলচ্চিত্রের পর্দায় মিমের সঙ্গে শরীফুল রাজের প্রেমের সম্পর্ক সবাই দেখেছেন। ‘পরাণ’ ও ‘দামাল’-এ তাঁদের জুটি দর্শকেরা গ্রহণও করেছেন। পর্দায় এই জুটির সাফল্যের গল্প চলছিল যখন, ঠিক তখনই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে বলে আভাস দিলেন ঢালিউডের আলোচিত তারকা পরীমণি। নিজের ফেসবুকে এ নিয়ে সরাসরি কথা বলেছেন। তিনি মিমকে ট্যাগ করে স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকার কথা বলেছেন।

মিমের সঙ্গে চিত্রনায়ক স্বামী শরীফুল রাজের প্রেমের সম্পর্ক চলছে, এমন ইঙ্গিত পরীমণি আগেও দিয়েছিলেন। এর আগেও ‘দামাল’ চলচ্চিত্রের প্রচারণার সময় হাত ধরাধরি নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পরীমণি। এবার সরাসরি মিমকে ট্যাগ করে নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকার পরামর্শ দিলেন পরীমণি।

শাকিব-পূজার বিয়ের গুঞ্জন : বুবলির সন্তান ও বিয়ের খবর প্রকাশের পর পরই গুঞ্জন রটে চলতি সময়ের অভিনেত্রী পূজা চেরীকেও বিয়ে করেছেন শাকিব। এমনকি বিয়ের জন্য পূজা ধর্ম পরিবর্তন করেছেন বলেও অনেকে সে সময় জানান। তবে দুজনের কেউ এ নিয়ে নিয়ে মুখ খোলেননি। বরং বিভিন্ন সময় পূজা এ নিয়ে বিরক্ত প্রকাশ করেন।

সমালোচিত ৪

জাতীয় চলচ্চিত্র পুরস্কার : জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে এবার বেশ বিতর্ক সৃষ্টি হয়। এটি নিয়ে ওপার বাংলার গণমাধ্যমেও লেখালেখি হয়। এবার শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ৬ষ্ঠ বারের মতো পুরস্কার পেয়েছেন কবির বকুল। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার ‘তুই কি আমার হবিরে’ গানটির জন্য তিনি পুরস্কার ঘরে তুলে নেন। কিন্তু এটির প্রথম দুই লাইন রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘হঠাৎ দেখা’র। রবীন্দ্রনাথের কবিতা থেকে দুই লাইন যোগ করে গান কীভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সেটা নিয়েই প্রশ্ন ওঠে সে সময়।

এদিকে এবার সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বেলাল খান। তবে তার গানটির জন্য সংগীত পরিচালক হিসেবে দাবি করেন এম রহমান নামের একজন সংগীত পরিচালক। তিনি নিজেকে গানটির প্রকৃত সংগীত পরিচালক দাবি করে এবং বেলাল খানের নাম বাদ দিতে আইনি নোটিস পাঠান। সমালোচনার মুখে পড়ে কণ্ঠশিল্পী কোনালও। প্রয়াত এন্ড্রু কিশোর ও রুনা লায়লার কণ্ঠের ‘তুমি আমার জীবন-আমি তোমার জীবন’ গানটির ব্রিজলাইনটুকু নিয়ে ‘বীর’ সিনেমার জন্য নতুন করে এ গানটি তৈরি করা হয়। এটির জন্য কোনাল জাতীয় চলচ্চিত্রও পুরস্কার ঘরে তুলে নেন।

মাহি-প্রযোজকের দ্বন্দ্ব : সরকারি অনুদানপ্রাপ্ত ‘আশীর্বাদ’ সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি দ্বন্দ্বে জড়ান। সে সময়ে একে অপরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও দেন।  পরবর্তীতে  ২৫ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) তাদের মধ্যকার চলমান দ্বন্দ্বের অবসান ঘটায় চলচ্চিত্র শিল্পী সমিতি। সংগঠনটির সভাপতি ইলিয়াস কাঞ্চনের হস্তক্ষেপে এই বিরোধের মীমাংসা হয়।

বর্ষার বক্তব্য : দীর্ঘ আট বছর পর অনন্ত জলিল ও বর্ষা জুটির নতুন সিনেমা ‘দিন দ্য ডে’ গত ১০ জুলাই মুক্তি পায়। মুক্তির পর থেকেই প্রতিদিন বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে সিনেমাটির প্রচারণায় তার অংশ নেন। সে সময় সব সিনেমায় বর্ষ কেন অনন্তের নায়িকা? এমন প্রশ্নের জবাবে বর্ষা বলেন, ‘কী টাইপের নায়িকা আপনাদের পছন্দ? সেই নায়িকা পছন্দ- যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে হাইডে (আড়ালে) থাকে?

নাকি যারা হেরোইন, ফেনসিডিল, মদ, গাঁজা নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে? যেসব নায়িকা বিয়ের শাড়িটাও স্পন্সর নিয়ে পরে তাদের পছন্দ? তাদের অনন্ত জলিলের সঙ্গে মানাবে? আমি সেই গ্রেডের নায়িকা না। আমি আমার জায়গায় আছি।’ বর্ষার এমন মন্তব্যে সে সময় বেশ সমালোচনার মুখে পড়েন তিনি।
দীঘিকে নিয়ে পরিচালকের মন্তব্য : প্রার্থনা ফারদিন দীঘিকে চলচ্চিত্রে খুব একটা দেখা না গেলেও নিয়মিত টিকটক করেন এবং সোশ্যাল মিডিয়ায় তিনি সরব। এবার দীঘিকে টিকটক না করার পরামর্শ দিলেন নির্মাতা রায়হান রাফি? এ ছাড়াও এই নায়িকাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই নির্মাতা। সম্প্রতি দীঘির দেয়া স্ট্যাটাস ঘিরে রাফির এই মন্তব্য।

অর্জন
বলিউডে জয়া : দুই বাংলার সিনেমার বাইরে চলতি বছরে হিন্দি সিনেমায় নাম লিখলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বলিউডের নামকরা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে দেখা যাবে জয়াকে। সিনেমাটি পরিচালনা করছেন পিঙ্ক, অন্তহীন, অনুরণন খ্যাত পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি।

রাজের হ্যাটট্রিক : পর পর তিন সিনেমা দিয়ে হ্যাটট্রিক করলেন শরীফুল রাজ।  গেল ঈদুল আজহায় মুক্তি পায় তার অভিনীত ‘পরাণ’ সিনেমাটি। ঈদে এটি দারুণ ব্যবসা সফল হয়। এর পরেই তার অভিনীত ‘হাওয়া’ ও ‘দামাল’ সিনেমাটিও প্রশংসিত এবং আলোচনায় আসে। এ তিন সিনেমা দিয়েই রাজ সিনেমায় নিজের ক্যারিয়ার পাকাপোক্ত করে নিয়েছেন।

মিমের ঘুরে দাঁড়ানো : ‘আমার আছে জল’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় নাম লেখেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তবে এবার ‘পরান’ সিনেমা দিয়েই তিনি বাজিমাত করেন। এরপর ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাকে। এটিও দারুণ প্রশংসিত হয়। এ দুই সিনেমা দিয়ে মিম নিজেকে অন্যভাবে দর্শকের কাছে তুলে ধরেন।

বলিউড তারকাদের সঙ্গে চঞ্চল : বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে একইমঞ্চে দেখা মেলে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চৌঞ্চল চৌধুরীর। ১৫ ডিসেম্বর বিকেলে উদ্বোধন হয়েছে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবার আয়োজনটির ২৮তম আসর অনুষ্ঠিত হচ্ছে। এই আসরেই  মমতা ব্যানার্জির আমন্ত্রণে উপস্থিত হয়েছেন বলিউড-টলিউড-ঢালিউডের অনেক তারকা। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে একেবারে অমিতাভ-শাহরুখের পাশেই ছিলেন চঞ্চল। সেই মুহূর্তের ছবি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। চলতি বছরে এ অভিনেতার ‘হাওয়া’ সিনেমাটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে।
প্রশংসিত তুষি : প্রথম সিনেমা ‘আইসক্রিম’ দিয়েই নজর কেড়েছিলেন নাজিফা তুষ। পরবর্তীতে বেশকিছু বিজ্ঞাপন, নাটক এবং ওটিটিতে কাজ করে প্রশংসিত হয়েছেন। তবে এবার তার অভিনীত ‘হাওয়া’ সিনেমাটি দিয়ে দর্শকের কাছে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ‘হাওয়া’র ট্রেলার অন্তর্জালে আসার সঙ্গে সঙ্গে ব্যাপক প্রশংসা চারদিকে। সিনেমাটি মুক্তির পর তুষি আরও বেশি আলোচনায় আসেন।

দর্শকনন্দিত
গলুই : সরকারি অনুদানের এ সিনেমাটি শুরু থেকেই বেশ আলোচনায় আসে। বিশেষ করে এ সিনেমাতে শাকিবের বিপরীতে পূজা চেরীর জুটি নিয়ে দর্শকের মধ্যে বেশ আলোচনা। তবে সিনেমাটি মুক্তির পর অনেকে শাকিবের বিপরীতে পূজাকে ভালোভাবে নেয়নি। এটি নির্মাণ করেন এস এ হক অলিক। গেল রমজান ঈদে এটি মুক্তি পায়।

দিন দ্য ডে : জনপ্রিয় নায়ক, প্রযোজক, অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’ সিনেমাটি কোরবানি ঈদে মুক্তি পায়। ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিনেমাটির নির্মাণ প্রক্রিয়ার শুরু থেকেই দর্শকের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করে। এর শূটিং বাংলাদেশসহ ইরান, আফগানিস্তান, তুরস্কের বিভিন্ন লোকেশনে হয়েছে।

পরান : চলতি বছরের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘পরান’ সিনেমাটি। ঈদুল আজহায় মুক্তি পাওয়া এ সিনেমায় অভিনেতা রাজ ও অভিনেত্রী মিম দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছেন। সিনেমাটির গানগুলোও দর্শকের মনে দাগ কাটে।
হাওয়া : চঞ্চল চৌধুরী অভিনীত এ সিনেমার ‘সাদাসাদা কালাকালা’ গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। দুই বাংলার দর্শক শ্রোতাদের মধ্যে এটি সাড়া ফেলে। সিনেমাটি দর্শকের মনে দাগ কাটে। চঞ্চল ছাড়াও নাফিজা তুষি ও রাজের অভিনয় প্রশংসিত হয়। গেল ২৯ জুলাই এটি মুক্তি পায়।

দামাল : নির্মাতা রায়হান রাফীর ‘দামাল’ সিনেমাটি মুক্তি পায় ২৮ অক্টোবর। ১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘দামাল’-এর কাহিনী। ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করেছে তারা। ইতিহাসের এ অংশ উঠে আসে ছবিতে। এতে অভিনয় করেন শরিফুল রাজ, সিয়াম আহমেদ ও মিম। এ সিনেমাটিও দর্শকের মধ্যে আলোচনায় আসে।

বিয়ের পিঁড়িতে

পূর্ণিমা : চলতি বছরে বিয়ে করলেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বরের নাম আশফাকুর রহমান রবিন, পেশায় একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন। ৩ বছর আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি কন্যা সন্তানের মা হন।

মিম : ৪ জানুয়ারি বিয়ে করেন অভিনেত্রী বিদ্যাসিনহা মিম। এর আগে ১০ই নভেম্বর জন্মদিনে বাগদান সারেন মিম। তিনি বিয়ে করেছেন কুমিল্লার ছেলে সনি পোদ্দারকে। যিনি পেশায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। তখন মিম জানিয়েছিলেন, তাদের ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক। একটা সময় দুই পরিবারের সদস্যদের এ সম্পর্কের কথা জানানো হয়। দুই পরিবারই শুরু থেকে তাদের সম্পর্কের ব্যাপারে ইতিবাচক ছিল। তাই পারিবারিক সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment