বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
Home ৬৪ জেলা মির্জা ফখরুলকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ

মির্জা ফখরুলকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ

 ঠাকুরগাঁও থেকে সংবাদাতা

by Nahid Himel
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপি ও দলটির সহযোগী সংগঠনগুলো একটি বিক্ষোভ মিছিল বের করে।

দলটির নেতাকর্মীরা মহাসচিবের মুক্তির দাবি তুলে স্লোগান দিতে দিতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। তবে পুলিশের প্রতিরোধের মুখে বিক্ষোভ সংক্ষিপ্ত করেন বিক্ষোভকারীরা। পরে আন্দোলনকারীরা পথসভার আয়োজন করেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, ছাত্রদলের সভাপতি ইমরুল কায়েসসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়। পরে শুক্রবার ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার দেখানো হয়।

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment