আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Home রাজনীতি আ.লীগের সম্মেলনে বিএনপির যে ৩ নেতা আমন্ত্রণ পেলেন

আ.লীগের সম্মেলনে বিএনপির যে ৩ নেতা আমন্ত্রণ পেলেন

নিউজ ডেস্ক

by Nahid Himel

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল শুক্রবার (২৩ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র নিয়ে আসেন।

বিএনপির পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি আওয়ামী লীগ নেতাদের চা পানের অফার করলে তারা অপেক্ষা না করে বেরিয়ে যান।

আমন্ত্রণ পাওয়া বিএনপির তিন নেতা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও আবদুল মঈন খান।

এ দিকে আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার বিষয়ে বিএনপি এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এই বিভাগের আরো খবর

Leave a Comment