তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আজারবাইজানকে সঙ্গে নিয়ে নতুন যুগের সূচনা করতে চাই।
Home বিশ্বমঞ্চ আজারবাইজানকে নিয়ে নতুন যুগের সূচনা করব: এরদোগান

আজারবাইজানকে নিয়ে নতুন যুগের সূচনা করব: এরদোগান

নিউজ ডেস্ক

by Nahid Himel
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আজারবাইজানকে সঙ্গে নিয়ে নতুন যুগের সূচনা করতে চাই।

কৃষ্ণ সাগরে আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাস তুরস্কের জাতীয় গ্রিডে সংযুক্ত করার বিষয়ে এক আলোচনাসভায় এরদোগান এ কথা বলেন। খবর ইয়েনি সাফাকের।

রোববার এরদোগান ঘোষণা দেন, কৃষ্ণ সাগরে তুরস্ক অনুসন্ধান করে ৫৪০ বিলিয়ন ঘনমিটার বা ১৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আবিষ্কার করেছেন।

তুরস্কের অনুসন্ধানী জাহাজ ফাতিহ, ইয়াভুজ ও কানুনি কৃষ্ণ সাগরে এখনো কাজ চালিয়ে যাচ্ছে।

এ সময় এরদোগান বলেন, আজারবাইজানকে সঙ্গে নিয়ে এ অঞ্চলে নতুন যুগের মাইলফলক স্থাপন করছে তুরস্ক।

তুরস্কের এরজুরাম প্রদেশে রোববার এক সমাবেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। সোমবার এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করবেন বলেও জানান এরদোগান।

এ সময় তিনি আরও বলেন, আমরা ইসলামি বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করছি। আফ্রিকা ও বলকান অঞ্চলের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে চায় তুরস্ক।

এ ছাড়া রাশিয়া, চীন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আঙ্কারা সুসম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর।

এই বিভাগের আরো খবর

Leave a Comment