জয়ের কাছে এসেও ঢাকা টেস্টে সফরকারী ভারতের কাছে হারতে হলো স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দলকে। ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ ভারতের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ ১৪৫ রানের টার্গেটে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৪৫ রান করেছিলো ভারত।
৭ উইকেটে ১৪৫ রান তুলে আজ চতুর্থ দিনের প্রথম সেশনে জয় নিশ্চিত করে ভারত।
এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টেও জয় পায় সফরকারীরা। টানা দুই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল লোকেশ রাহুলের দল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনের শেষ ভাগে তিন উইকেট নিয়ে বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখেন মিরাজ। আজ টেস্টের চতুর্থ দিনও দলকে আশা দেখান তিনি। তিনের শুরুতেই তুলে নেন আরও দুটি উইকেট। সঙ্গে সাকিব নিয়েছেন একটি। দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত।
কিন্তু অশ্বিন আর শ্রেয়াসের জুটিতে বিপদ থেকে বেঁচে যায় ভারত। দলকে জেতানোর পথে শ্রেয়াস করেন ৪৬ বলে ২৯ রান। অন্যদিকে অশ্বিন উপহার দেন ৬২ বলে ৪২ রানের ইনিংস।