নীলফামারীর কিশোরগঞ্জে আরও ১২৭টি গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ রঙিন পাকা বাড়ি। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তাদের এসব বাড়ি উপহার দিচ্ছেন। 
Home ৬৪ জেলা পাকা বাড়ি পাচ্ছে আরও ১২৭ গৃহহীন পরিবার

পাকা বাড়ি পাচ্ছে আরও ১২৭ গৃহহীন পরিবার

 কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে সপু বসুনিয়া

by Nahid Himel
নীলফামারীর কিশোরগঞ্জে আরও ১২৭টি গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ রঙিন পাকা বাড়ি। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তাদের এসব বাড়ি উপহার দিচ্ছেন। 

জানা যায়, উপজেলার বড়ভিটা টটুয়ারডাঙ্গায়, পুটিমারীর ধাপেরডাঙ্গায় ও মাঝাপাড়ায় গৃহহীনদের জন্য নির্মিত হয়েছে এসব দৃষ্টিনন্দন বাড়ি। অগ্রাধিকারের ভিত্তিতে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্ত ভূমিহীন ও গৃহহীনকে বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দপ্রাপ্তরা কেউ থাকেন পলিথিন মোড়ানো ঝুপড়িতে বা অন্যের বাড়িতে। স্বপ্নের বাড়িতে পদার্পণের বার্তায় তারা এখন দিনক্ষণ গুনছেন।

এ ব্যাপারে উপজেলা অফিসার নির্বাহী নূর-ই-আলম সিদ্দিকী জানান, অগ্রাধিকারের ভিত্তিতে গৃহহীনদের জন্য তৃতীয় পর্যায়ের ১২৭টি বাড়ি নির্মাণ ও ভূমি বন্দোবস্ত কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে পুটিমারীর ৭৭টি বাড়ি দেওয়া হয়েছে। টটুয়ারডাঙ্গার ৫০টি বাড়ির চাবি ও দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রা

এই বিভাগের আরো খবর

Leave a Comment