ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক শিশুকে ধর্ষণের দায়ে আমিনুল ইসলাম (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন
কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ"/>
Home ৬৪ জেলা ঠাকুরগাঁও আদালতে শিশু ধর্ষণের মামলায় ১ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও আদালতে শিশু ধর্ষণের মামলায় ১ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও থেকে ঘুরে সপু বসুনিয়া -

by Nahid Himel
ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক শিশুকে ধর্ষণের দায়ে আমিনুল ইসলাম (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন
কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার
 দুপুরে  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. গোলাম ফারুক রুমী এ
রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আমিনুল জেলার হরিপুর উপজেলার  বহরমপুর পশ্চিমপাড়া আমজাদ আলীর ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৭ মে জেলার হরিপুর উপজেলার বহরমপুর পশ্চিমপাড়া গ্রামে ১৪ বছরের এক শিশুকে গোসলরত অবস্থায় বাথরুম থেকে অপহরণ করে একই  গ্রামের আমজাদ আলীর ছেলে আমিনুল। পরে পার্শ্ববর্তী এলাকায় নিয়ে গিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে ধর্ষণ করে শিশুটিকে।

এ সময় ভুক্তভোগী শিশুটির চিৎকারে তার মা ঘটনাস্থলে হাজির হয়ে দণ্ডপ্রাপ্ত আমিনুলকে আটক করে। এ ঘটনায় হরিপুর থানায় ওই শিশুর মা বাদী হয়ে আমিনুলকে আসামি করে  মামলা দায়ের করেন।

ঠাকুরগাঁও আদালতের পরিদর্শক আব্দুল ওয়াহেদ এ বিষয়টি নিশ্চিত করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment