বাল্যবিবাহকে নিরুৎসাহিত করার লক্ষ্যে ছেলে-মেয়ের বয়স নির্ধারণে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করেছে জাতীয় সংসদের ‘বাল্যবিবাহ ও জেন্ডারভিত্"/>
Home জাতীয় বাল্যবিবাহ ঠেকাতে এনআইডি ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ

বাল্যবিবাহ ঠেকাতে এনআইডি ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ

নিউজ ডেস্ক

by Nahid Himel
বাল্যবিবাহকে নিরুৎসাহিত করার লক্ষ্যে ছেলে-মেয়ের বয়স নির্ধারণে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করেছে জাতীয় সংসদের ‘বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ’ সাবকমিটি। কমিটির পক্ষ থেকে বিবাহ সংক্রান্ত বিষয়টি কাজি কর্তৃক স্থানীয় চেয়ারম্যান অবহিত করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

গতকাল বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সাবকমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সাবকমিটির সদস্য উম্মে কুলসুম স্মৃতি, শামীম হায়দার পাটোয়ারী, আরমা দত্ত এবং আদিবা আনজুম মিতা অংশ নেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে আইন ও নীতি পর্যালোচনা সম্পর্কিত কমিটি কর্তৃক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সম্পর্কিত সকল আইন পর্যালোচনা করে প্রস্তুতকৃত প্রতিবেদন নিয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে আইন ও নীতি পর্যালোচনা সম্পর্কিত কমিটি কর্তৃক বাংলাদেশে প্রচলিত ও বিদ্যমান বিভিন্ন আইন ও নীতিসমূহের আলোকে মহিলা ও শিশুদের অনুকূলে ইতিবাচক বিধানাবলির সংক্ষিপ্তসার হ্যান্ডবুক আকারে প্রকাশ করে জুডিশিয়ারি ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকল সংস্থায় প্রেরণের ব্যাপারে কমিটি থেকে সুপারিশ করা হয়।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এবং এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ, উপপ্রকল্প পরিচালক এ কে এম আব্দুর রহিম ভূইয়া, টেকনিক্যাল অফিসার খন্দকার জাকিউর রহমানসহ জাতীয় সংসদ সচিবালয়ের প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment