গণসমাবেশ ও গণমিছিলের পর এবার তৃণমূল সফরে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র মেরামতের ২৭ দফার রূপরেখা নিয়ে জনমত গঠ"/>
Home রাজনীতি বিএনপির দশ দফা ৷৷ জনমত গড়তে তৃণমূলে যাচ্ছেন কেন্দ্রীয় নেতারা

বিএনপির দশ দফা ৷৷ জনমত গড়তে তৃণমূলে যাচ্ছেন কেন্দ্রীয় নেতারা

নিউজ ডেস্ক

by Nahid Himel

গণসমাবেশ ও গণমিছিলের পর এবার তৃণমূল সফরে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র মেরামতের ২৭ দফার রূপরেখা নিয়ে জনমত গঠন ও প্রচারের লক্ষে এই সফর। এজন্য সব সাংগঠনিক জেলায় নানা কর্মসূচি নেয়া হয়েছে। তারা আলোচনা সভা, সেমিনারের পাশাপাশি লিফলেট ও বুকলেট বিতরণ করবেন। কেন্দ্রীয় নেতারা আলোচনা সভা ও সেমিনারে অংশ নিয়ে এ দুই বিষয়ে বিশদ আলোচনা, বিশ্লেষণ ও ব্যাখ্যা দেবেন। ১১ জানুয়ারি ঘোষিত সারা দেশে গণঅবস্থান কর্মসূচির আগেই এসব কর্মকাণ্ড শেষ করবে বিএনপি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।

এছাড়া জেলা/মহানগর, উপজেলা/পৌর/থানাসহ অন্যান্য ইউনিটের নেতারা জনসভা, কর্মিসভা, আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় ১০ দফা ও রাষ্ট্র মেরামতের বিভিন্ন বিষয় তুলে ধরবেন এবং এর পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখবেন।

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment