গণসমাবেশ ও গণমিছিলের পর এবার তৃণমূল সফরে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র মেরামতের ২৭ দফার রূপরেখা নিয়ে জনমত গঠন ও প্রচারের লক্ষে এই সফর। এজন্য সব সাংগঠনিক জেলায় নানা কর্মসূচি নেয়া হয়েছে। তারা আলোচনা সভা, সেমিনারের পাশাপাশি লিফলেট ও বুকলেট বিতরণ করবেন। কেন্দ্রীয় নেতারা আলোচনা সভা ও সেমিনারে অংশ নিয়ে এ দুই বিষয়ে বিশদ আলোচনা, বিশ্লেষণ ও ব্যাখ্যা দেবেন। ১১ জানুয়ারি ঘোষিত সারা দেশে গণঅবস্থান কর্মসূচির আগেই এসব কর্মকাণ্ড শেষ করবে বিএনপি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।
গতকাল রোববার দলটির কেন্দ্র থেকে তৃণমূলে পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি কর্মসূচিতে আরও থাকবেন জেলা/মহানগরের অধিবাসী জাতীয় নির্বাহী কমিটির নেতারা। সাবেক সংসদ সদস্য, জেলা/মহানগর কমিটির সব নেতা, উপজেলা ও পৌর ইউনিটের ৫ শীর্ষ নেতা। এছাড়া সব অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা/মহানগরের ৫ জন এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা থাকবেন। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা এবং সংশ্লিষ্ট জেলা/মহানগরের নেতাদের সঙ্গে কর্মসূচির সার্বিক সমন্বয় করবেন। পাশাপাশি তারাও উপস্থিত থাকবেন। নির্দেশনায় আরও বলা হয়, আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রের মেরামতের ২৭ দফার লিফলেট ও বুকলেট বিতরণে স্থানীয় পর্যায়ে নেতাদের সমন্বয়ে টিম গঠন করবে। তারা সরকারি/বেসরকারি কর্মকর্তা (ডিসি, এসপি, ইউএনও, ওসিসহ অন্যান্য), সুশীল সমাজ, পেশাজীবী (সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, কৃষিবিদ, প্রকৌশলী, চিকিৎসক, ধর্মীয় নেতা, সাংস্কৃতিক কর্মী, মানবাধিকার কর্মী) ও অপরাপর দলসহ অন্যদের মধ্যে তা বিতরণ করবেন। এবং এই লিফলেট ও বুকলেট ১০ দিনের মধ্যে বিবরণ করতে হবে।
এছাড়া জেলা/মহানগর, উপজেলা/পৌর/থানাসহ অন্যান্য ইউনিটের নেতারা জনসভা, কর্মিসভা, আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় ১০ দফা ও রাষ্ট্র মেরামতের বিভিন্ন বিষয় তুলে ধরবেন এবং এর পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখবেন।