ইউরোপের ভিসামুক্ত ভ্রমণ অঞ্চল শেনজেনে যুক্ত হয়েছে ক্রোয়েশিয়া। ২৭তম দেশ হিসেবে নতুন বছরের প্রথম দিনে শেনজেন অঞ্চলে অন্তর্ভুক্ত হয়েছে ক্রোয়েশিয়া।
বিবিসি জানিয়েছে, ক্রোয়েশিয়া তাদের মুদ্রা কুনা বাতিল করে দিয়েছে। সে"/>
Home বিশ্বমঞ্চ ইউরো চালু করল ক্রোয়েশিয়া, যুক্ত হলো শেনজেন অঞ্চলে

ইউরো চালু করল ক্রোয়েশিয়া, যুক্ত হলো শেনজেন অঞ্চলে

নিউজ ডেস্ক

by Nahid Himel
ইউরোপের ভিসামুক্ত ভ্রমণ অঞ্চল শেনজেনে যুক্ত হয়েছে ক্রোয়েশিয়া। ২৭তম দেশ হিসেবে নতুন বছরের প্রথম দিনে শেনজেন অঞ্চলে অন্তর্ভুক্ত হয়েছে ক্রোয়েশিয়া।

বিবিসি জানিয়েছে, ক্রোয়েশিয়া তাদের মুদ্রা কুনা বাতিল করে দিয়েছে। সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মুদ্রা ইউরো চালু করেছে।

এর আগে ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হয় ক্রোয়েশিয়া। তখন দেশটি ‘ইউরোজোনে’ প্রবেশের প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও দেশটির ন্যাশনালিস্ট পার্টিগুলো নিজেদের মুদ্রা কুনা চালু রাখার পক্ষে অবস্থান নিয়েছিল।

তবে সাংবিধানিক আদালত তাদের সেই আবেদন বাতিল করে দিয়েছেন। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লাইন ক্রোয়েশিয়ার এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেছেন, ইইউ’র সর্বকনিষ্ঠ সদস্য রাষ্ট্রের জন্য এ দুটি বিশাল অর্জন। যা ইতিহাসের পাতায় লেখা থাকবে।

গত ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শেনজেনে যুক্ত হওয়া এবং ইউরো চালু করার ঘোষণা দিয়ে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ বলেন, এই দুটি ঐতিহাসিক পরিবর্তনের মাধ্যমে আমাদের দেশ কৌশলগত, রাষ্ট্রীয় ও রাজনৈতিক লক্ষ্য অর্জন করেছে।

তিনি আরো বলেন, পর্যটন দেশ হিসেবে শেনজেন সদস্যপদ ক্রোয়েশিয়ার জন্য খুবই অর্থবহ হবে। এখন থেকে অধিকাংশ পর্যটক গাড়িতে করেই এ দেশ ভ্রমণ করতে পারবেন।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী চরম মূল্যস্ফীতির এই সময়ে ইউরোপীয় মুদ্রায় চলে যাওয়া ক্রোয়েশিয়ার অর্থনীতিকে রক্ষা করতে সহায়তা করবে। ক্রোয়েশিয়াসহ এখন ২০টি দেশে মুদ্রা হিসেবে ইউরো প্রচলিত আছে।
সূত্র: বিবিসি

এই বিভাগের আরো খবর

Leave a Comment