বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল-১ ব্যবহার করে সারা দেশে আটটি বিদেশি পে চ্যানেলের ক্লিন ফিড বিতরণ করবে বেক্সিমকো ডিজিটাল ডিস্ট্রিবিউশন লিমিটেড (বিডিডিএল)। বাংলাদেশ স্যাটেলাইট কম্পানি লিমিটেড (বিএসসিএল)"/>
Home তথ্যপ্রযুক্তি বিএসসিএলের সঙ্গে চুক্তি ৷৷ আটটি বিদেশি পে চ্যানেল সেবা দেবে বেক্সিমকো ডিজিটাল

বিএসসিএলের সঙ্গে চুক্তি ৷৷ আটটি বিদেশি পে চ্যানেল সেবা দেবে বেক্সিমকো ডিজিটাল

নিউজ ডেস্ক

by Nahid Himel
বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল-১ ব্যবহার করে সারা দেশে আটটি বিদেশি পে চ্যানেলের ক্লিন ফিড বিতরণ করবে বেক্সিমকো ডিজিটাল ডিস্ট্রিবিউশন লিমিটেড (বিডিডিএল)। বাংলাদেশ স্যাটেলাইট কম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং বিডিডিএল এর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।

রাজধানীতে বিএসসিএল’র অফিসে গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন বাংলাদেশ স্যাটেলাইট কম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম এবং বেক্সিমকো ডিজিটাল ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক (এমডি) মোস্তফা জামানুল বাহার।

এ সময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির মাধ্যমে বিডিডিএল দেশে প্রথম এবং বর্তমানে একমাত্র পরিবেশক হিসেবে বিদেশি টেলিভিশন চ্যানেলের আপলিংকের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে সম্প্রচার সেবা গ্রহণ করবে

অনুষ্ঠানে বিডিডিএল’র চেয়ারম্যান সায়ান এফ রহমান বলেন, ডিজিটাল এবং এইচডি সেবা গ্রহণের দ্বার প্রান্তে রয়েছে বাংলাদেশ। অ্যানালগ থেকে ডিজিটাল টেলিভিশনে রূপান্তরের মাধ্যমে বিভিন্ন কনটেন্ট সম্প্রচারে কেবল, আইপিটিভি, ওটিটি এবং ডিটিএইচের মতো নতুন এবং আরো নিরাপদ মাধ্যম তৈরি হবে।

তিনি আরো বলেন, ‘কেবল নেটওয়ার্ক ডিজিটালাইজ করার সরকারের যে নির্দেশ তা টিভি শিল্পে উল্লেখযোগ্য হারে পরিবর্তন আসবে এবং এই খাতে ব্যবসার পরিধি বৃদ্ধিতে সাহায্য করবে। এরই মাধ্যমে গ্রাহকের সর্বোচ্চ অভিজ্ঞতা নিশ্চিতের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড সর্বাধিক রাজস্ব অর্জনে সক্ষম হবে। ’

অনুষ্ঠানে বিএসসিএল চেয়ারম্যান ও সিইও ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘বিএসসিএল’র সবচেয়ে বড় গ্রাহক বেক্সিমকো। এই চুক্তির মাধ্যমে বেক্সি, কো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যাবহার করে ৮টি বিদেশি ক্লিন ফিড পে-টিভি চ্যানেল সম্প্রসার করতে পারবে। আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে বিএসসিএল এবং বেক্সিমকোর এই অংশীদারিত্ব আরো দীর্ঘায়িত হবে এবং এই ঐতিহাসিক মুহূর্তের ধারাবাহিকতায় ভবিষ্যৎ আরো বিদেশি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সাথে যুক্ত হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment