গেল বছরের ১১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পাওয়া কবির বিন আনোয়ার মঙ্গলবারই তার চাকরির মেয়াদ শেষ করছেন।
Home জাতীয় কবির বিন আনোয়ার অবসরে, নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

কবির বিন আনোয়ার অবসরে, নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

নিউজ ডেস্ক

by Nahid Himel

গেল বছরের ১১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পাওয়া কবির বিন আনোয়ার মঙ্গলবারই তার চাকরির মেয়াদ শেষ করছেন।
মাত্র তিন সপ্তাহ দায়িত্ব পালন শেষে চাকরি থেকে অবসরে গেলেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার; সরকারের প্রশাসনযন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তার এই চেয়ারে বসতে যাচ্ছেন জ্যেষ্ঠ সচিব মো. মাহবুব হোসেন, যিনি এতদিন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সামলেছেন।

মাহবুব হোসেনকে এই নতুন দায়িত্ব দিয়ে মঙ্গলবার তাকে মন্ত্রিপরিষদ বিভাগে বদলির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নতুন সচিব হয়েছেন মো. খায়েরুজ্জামান মজুমদার। এতদিন অর্থ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করে আসা এই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে মঙ্গলবারেই আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

<div class="paragraphs"><p>কবির বিন আনোয়ার</p></div>

মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলাম অবসরে গেলে পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ারকে গত ১১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে আনা হয়েছিল। ৪ জানুয়ারি বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় নিয়ম অনুযায়ী মঙ্গলবারই তিনি অবসরে যাচ্ছেন।

স্বল্প সময়ের জন্য গুরুত্বপূর্ণ ওই পদে তার নিয়োগের পর অনেকেই ধারণা করেছিলেন, অবসরের পরও  এই কর্মকর্তাকে হয়ত চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিব করে রেখে দিতে পারেন সরকারপ্রধান; তবে সেটি ঘটল না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইনের ৪৩(১)(ক) ধারা অনুযায়ী ৩ জানুয়ারি তারিখ থেকে কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হল। তিনি ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) পাবেন এবং বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধা পাবেন।

১৯৮৮ সালে সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেওয়া কবির বিন আনোয়ার ২০১৮ সালে জ্যেষ্ঠ সচিব হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তার আগে তিনি উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং অতিরিক্ত সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক (প্রশাসন) পদে কাজ করেছেন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment