কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরেই পর্দায় আসতে যাচ্ছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন।   মৃণাল সেনের বায়োপিক পদাতিকে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন  চঞ্চল চৌধুরী। আর চঞ্চলের সঙ্গে স্ক্রিন শেয়ার "/>
Home রঙ্গমঞ্চ চঞ্চল চৌধুরীর স্ত্রীর ভূমিকায় মনামী ঘোষ

চঞ্চল চৌধুরীর স্ত্রীর ভূমিকায় মনামী ঘোষ

নিউজ ডেস্ক

by Nahid Himel

কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরেই পর্দায় আসতে যাচ্ছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন।   মৃণাল সেনের বায়োপিক পদাতিকে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন  চঞ্চল চৌধুরী। আর চঞ্চলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন মনামী ঘোষ।  মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় দেখা যাবে মনামী ঘোষকে।

তবে মনামীকে গীতা সেনের ভূমিকায় নির্বাচনের কারণ প্রসঙ্গে ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান জানিয়েছেন, মনামীর ছোটখাটো চেহারাই তাঁকে এই সুযোগ করে দিয়েছে। এই ছবিতে গীতা সেনের অল্প বয়স থেকে বৃদ্ধা অবস্থা তুলে ধরা হবে। আর সেটার জন্য প্রস্থেটিক মেকআপ নিতে হবে মনামীকে।

এদিকে মৃণাল সেনের ছেলে কে হবেন তা জানা যায়নি। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ছবির শুটিং শুরু হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment