:

চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুর উপজেলার কৃষক"/>
Home ৬৪ জেলা বোরো ধানের বীজতলা ও জমি তৈরিতে গুরুদাসপুরের কৃষকরা ব্যস্ত

বোরো ধানের বীজতলা ও জমি তৈরিতে গুরুদাসপুরের কৃষকরা ব্যস্ত

নাটোর থেকে সংবাদদাতা

by Nahid Himel

:

চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুর উপজেলার কৃষকরা সপরিবারে আসন্ন বোরো ধান রোপনের জন্য প্রয়োজনীয় বীজতলা এবং জমি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

উপজালা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ জানান, দেশের অন্যতম খাদ্য ভান্ডার বৃহত্তর চলনবিল অঞ্চলসহ নাটোরের গুরুদাসপুর উপজেলার বেশিরভাগ কৃষক প্রধান ফসল বোনা ও রোপা আমন ধান কেটে নেওয়ার পর একই জমিতে চাষাবাদ করে বাড়তি ফসল উৎপাদনে কৃষকদের প্রণোদনায় বীজ, সার ও বিভিন্ন উপকরণ এবং কারিগরি সহযোগিতা দিয়ে কৃষি বিভাগ থেকে উৎসাহিত কর যাচ্ছেন।

আমন ধান কেটে নেওয়ার পরে অনেক কৃষক ওইসব জমিতে সরিষার আবাদ করেছেন। ইতোমধ্যেই সরিষার জমিতে ফুল ঝরে ফল ধরতে শুরু করেছে। প্রস্তুতি নিচ্ছেন সরিষা তুলে পতিত জমিতে বোরো মৌসুমের ধান চাষাবাদের।

উপজেলা কর্মকর্তা হারুনর রশিদ আরও জানান, এবারে ৫ হাজার ৩০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং সেই লক্ষ্যে চারার চাহিদা মেটাতে ২৪৮ হেক্টর (হাইব্রিড ১৪ হেক্টর এবং উফশি ২৩৪ হেক্টর) বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

সেই লক্ষ্যে সরকারি প্রণোদনায় ৪ হাজার কৃষককে ২ কেজি করে ৮ হাজার কেজি হাইব্রিড এবং ১ হাজার ৭০০ কৃষককে ১০ কেজি করে ১৭ হাজার কেজি উফশি জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সর্বশেষ ৩ জানুয়ারির তথ্যমতে, ২৮০ হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছে যা লক্ষমাত্রার চেয়ে ৩২ হেক্টর বেশি। কৃষকরা এখন বীজতলা রক্ষণাবেক্ষণে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো মতিয়ার রহমান জানান, ২০২২-২৩ বোরো মৌসুমে জমিতে রোপনের জন্য হাইব্রিড জাতের পারটেক্স-১০ হেক্টর,ঝ খ ঐ-১০ হেক্টর সহ মোট ২৫ হেক্টর এবং উফশি জাতের জিরা ৮৪ হেঃ,ব্রিধান-২৮-২ হে, ব্রিধান ২৯-১১০ হে,ব্রি ধান ৫৮-১৫ হে, ব্রিধান ৮১-৫ হে,ব্রি ধান ৮৬- ১ হে, ব্রিধান ৮৮- ২ হে, ব্রি ধান ৮৯ -১০ হে, ব্রি ধান ৯২-২০ হে, ব্রি ধান

৯৬ -০.৫ হে, ব্রি ধান ১০০- ০.৫ হে, ব্রি ধান ১০২ ০.৫ হে,বিনা ২৫-০.৫ হে, বিনা ১০-২ হে, বাচো ১০-২ হে, এবং কাটারীভোগ ২ হেক্টর সহ মোট ২৫৫ হেক্টর সহ সর্বমোট ২৮০ হেক্টর বীজতলা ইতিমধ্যেই তৈরী হয়েছে। এই চারা দিয়ে ৫ হাজার ৬০০ হেক্টর জমি রোপন করা যাবে। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

উপজেলা কৃষি অফিসার বলেন, উপজেলাসহ চলনবিলে বোরো মৌসুমে চাষাবাদের জন্য বীজতলায় বীজ বপনের কাজ চলমান রয়েছে। সুস্থ্য সবল চারা উতপাদন ও চাষাবাদ করে কৃষকরা যাতে লাভবান হতে পারে সেজন্য আমাদের সকল উপসহকারি কৃষি অফিসারগন মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment