‘সিটাডেল’-এ থাকছেন সামান্থা রুথ প্রভু। অসুস্থতার কারণে একের পর এক কাজের চুক্তি বাতিল করছিলেন বলে তার সম্পর্কে ভুয়া খবর রটেছিল। শোনা যাচ্ছিল, হলিউড প্রকল্পের শুটিংয়ে থাকতে পারবেন না অভিনেত্রী। তবে সে তথ্য সত্য নয়। ‘সিটাডেল’ সিরিজে বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা যাবে সামান্থাকেও।
গত বছর শেষ দিকেই খুশির খবর ভাগ করে নিয়েছিলেন অ্যামাজন প্রাইম সিরিজ ‘সিটাডেল’র নির্মাতারা। অ্যান্টনি এবং জো রুসো ভ্রাতৃদ্বয় জানিয়েছিলেন এবার ভারতেও তৈরি হবে ‘সিটাডেল’। নায়ক হবেন বরুণ ধাওয়ান। আর নায়িকা হিসেবে সামান্থারই অভিনয় করার কথা ছিল। তবে শেষ ৩ মাস সামান্থার হদিসই নেই। অসুস্থতার কারণে জনসমক্ষে আসছেন না অভিনেত্রী। শুধু তাই নয়, তার দলের তরফেও কোনো বিবৃতি মেলেনি। তাই সামান্থার ‘সিটাডেল’ এ থাকতে না পারার খবর ছড়িয়ে পড়েছিল ইতোমধ্যেই।
তার শুটিংও খুব তাড়াতাড়ি শেষ করবেন বলে জানিয়েছিলেন সামান্থা। কিন্তু শরীর একেবারেই সঙ্গ দিচ্ছে না সামান্থার। যদিও সামান্থার মুখপাত্র জানিয়েছিলেন, ‘সিটাডেল’ সিরিজের কাজ যথাসময়ে শেষ করবেন সামান্থা। সেই কথাই রাখতে চলেছেন অভিনেত্রী।