রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, পরিবেশবান্ধব ও স্মার্ট সিটি হিসাবে রংপুরকে গড়ে তুলতে আমি প্রথমেই প্রধানমন্ত্রীর একান্"/>
Home ৬৪ জেলা একান্ত সাক্ষাৎকারে মোস্তফা ৷৷ রংপুর নগরীকে স্মার্ট সিটি করতে কাজ করব

একান্ত সাক্ষাৎকারে মোস্তফা ৷৷ রংপুর নগরীকে স্মার্ট সিটি করতে কাজ করব

 রংপুর থেকে সংবাদদাতা

by Nahid Himel
রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, পরিবেশবান্ধব ও স্মার্ট সিটি হিসাবে রংপুরকে গড়ে তুলতে আমি প্রথমেই প্রধানমন্ত্রীর একান্ত সহযোগিতা চাই।

তার সহযোগিতা পেলে সব উন্নয়ন কাজ করতে পারব। তা না হলে কিছুই হবে না। বুধবার যু একান্ত সাক্ষাৎকারে রংপুর নগরী কিভাবে গড়তে চান-এমন প্রশ্নের জবাবে তিনি এ অভিমত প্রকাশ করেন।

প্রশাসনের কার্যক্রম ডিজিটাল সিসটেমের ভেতর নিয়ে আসার জন্য কোনো পরিকল্পনা আছে কিনা-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইতোমধ্যে জন্মনিবন্ধন, টিকা কার্যক্রম, বিভিন্ন লাইসেন্স, জন্ম-মৃত্যুসদনপত্র প্রদান, করোনার টিকা ও সদন প্রদান, বিভিন্ন দরপত্র ই-টেন্ডার পদ্ধতি, বাণিজ্যিক লাইসেন্স, হোল্ডিং প্রদানসহ বিভিন্ন সেবা কার্যক্রম জানাতে ওয়েবসাইট খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে এনে নগরীকে স্মার্ট নগরী হিসাবে গড়ে তোলা হবে। এ জন্য নগরবাসীর অংশগ্রহণ প্রয়োজন বলে তিনি মনে করেন।

মোস্তফা আরও বলেন, তিনি মনে করেন উন্নয়নের প্রধান শর্ত হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। বিভিন্ন এলাকায় এখনো বিদ্যুৎ, সড়ক বাতির ব্যবস্থা করা যায়নি। এ বিষয়েও তিনি গুরুত্ব দেবেন। ড্রেনেজ ব্যবস্থার যে সংকট রয়েছে সেগুলোর দূরীকরণে কাজ করবেন। কারণ নগরীর মানুষ নিজ নিজ এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধার চাহিদা অনুযায়ী আমার প্রতি বিশ্বাস রেখে ভোট দিয়েছেন।

নবনির্বাচিত মেয়র মোস্তফা আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে রংপুরের মানুষ ভালোবাসেন। এ কারণে তার দলের প্রতিনিধি হিসাবে এবারও তারা আমাকে নির্বাচিত করেছেন। এরশাদ তার জীবদ্দশায় বারবার বিভিন্ন জনসভায় বলতেন-‘রংপুরের মানুষের কাছে আমার অনেক ঋণ আছে। রংপুরের মানুষের জন্য তিনি কিছু করতে চান।’

আমিও তার (এরশাদ) কাছে ঋণী। ঋণ পরিশোধে রংপুরের মানুষের জন্য আমি কাজ করে যাব।

এই বিভাগের আরো খবর

Leave a Comment