রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর ফল বিপর্যয় এবং জামানত বাজেয়াপ্ত হওয়ায় সারা দেশে দলটির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ আর হতাশার সৃষ্টি "/>
Home রাজনীতি রংপুর নির্বাচনে বিপর্যয়ে কমিটি বিলুপ্ত, আ.লীগের নতুন কমিটির শোডাউন

রংপুর নির্বাচনে বিপর্যয়ে কমিটি বিলুপ্ত, আ.লীগের নতুন কমিটির শোডাউন

রংপুর থেকে সংবাদদাতা

by Nahid Himel
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর ফল বিপর্যয় এবং জামানত বাজেয়াপ্ত হওয়ায় সারা দেশে দলটির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ আর হতাশার সৃষ্টি হয়। তারা ভবিষ্যৎ রাজনীতি নিয়ে চিন্তিত হয়ে পড়েন।

এরই পরিপ্রেক্ষিতে রোববার রাতে রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করে দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। দলের এ সিদ্ধান্তে খুশি হয়েছেন এতদিন মূল্যায়ন করা হয়নি এমন নেতাকর্মী ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

তারা দলের সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কোনো হাইব্রিড বা অনুপ্রবেশকারী কেউ যেন সুযোগ না পায় সে বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে। সেই সঙ্গে দলকে মাঠপর্যায়ে শক্তিশালী করতে ত্যাগী ও তৃণমূল পর্যায়ে জনপ্রিয় নেতাকর্মীদের কমিটিতে স্থান দেওয়ার দাবি জানান।

এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রংপুর নগরীতে শোডাউন করে মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার দুপুর ১২টায় নগরীর বেতপট্টিতে মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে বিশাল মিছিল নিয়ে হাজারও নেতাকর্মী নগরীর ডিসির মোড় এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

নবগঠিত মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক প্রবীণ নেতা ডা. দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমসহ এ সময় নগরীর ৩৩টি ওয়ার্ড এবং ছয়টি মেট্রোপলিটন থানার হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে যাদের এতদিন মূল্যায়ন করা হয়নি এমন নেতাকর্মীরাও সমবেত হতে থাকেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন বলেন, সিটি নির্বাচনে আওয়ামী লীগের যে ভরাডুবি হয়েছে, তা আমাদের জন্য চরম লজ্জার। আমরা প্রধানমন্ত্রীর কাছে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে এনে আওয়ামী লীগের আগের সুনাম ফিরিয়ে আনার জন্য কাজ করব। এটাই এখন আমাদের একমাত্র কাজ।

তিনি আরও বলেন, কোনো হাইব্রিড বা ভাইয়ের লোক নয়, দলের ত্যাগী নেতাকর্মীদের স্থান দিয়ে দলকে আরও শক্তিশালী করা হবে।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বলেন, মহানগর আওয়ামী লীগকে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পুনর্গঠন করে আওয়ামী লীগের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারো ফিরিয়ে আনার জন্য কাজ করব। দলে নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মূল্যায়ন করে তাদের যথাযথ সম্মান দিয়ে দলকে গতিশীল করার জন্য কাজ করা হবে।

এদিকে নতুন কমিটি ঘোষণার পর গত রোববার রাতেই শত শত নেতাকর্মী নগরীর বেতপট্টি ও  দেওয়ানবাড়ির মহানগর-জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভিড় করতে থাকেন। গভীর রাত পর্যন্ত চলে মিষ্টি বিতরণ আর নতুন নেতাদের বরণ করে নেওয়া।

এর আগে রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- সভাপতি শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের রংপুর মহানগর ও রংপুর জেলা শাখার বর্তমান কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। দুই সদস্যবিশিষ্ট মহানগর শাখার আহ্বায়ক করা হয়েছে ডা. দেলোয়ার হোসেনকে, যুগ্ম আহ্বায়ক হয়েছেন আবুল কাশেম। রংপুর জেলা শাখার আহ্বায়ক করা হয়েছে একেএম ছায়াদত হোসেন বকুল ও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মাজেদ আলীকে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment