বাংলাদেশে সফররত ভারতীয় সাংবাদিকদের একটি প্রতিনিধি দল পদ্মা সেতু পরিদর্শন করেছে।

গতকাল শনিবা"/>
Home জাতীয় পদ্মা সেতু দেখে অভিভূত ভারতের সাংবাদিকরা

পদ্মা সেতু দেখে অভিভূত ভারতের সাংবাদিকরা

নিউজ ডেস্ক

by Nahid Himel

বাংলাদেশে সফররত ভারতীয় সাংবাদিকদের একটি প্রতিনিধি দল পদ্মা সেতু পরিদর্শন করেছে।

গতকাল শনিবার (৭ জানুয়ারি) দুপুরে ৩৩ জন সাংবাদিকের ওই প্রতিনিধি দলটি পদ্মা সেতু পরিদর্শনে যায়।

তারা পদ্মা ও আশপাশের প্রকৃতি এবং মাওয়ার ঐতিহ্যবাহী ইলিশের হাট ঘুরে দেখেন। এরপর সেতু দিয়ে বিশাল পদ্মা পাড়ি দিয়ে অভিভূত হন। এসময় বাঙালির স্বপ্নজয়ের পদ্মা সেতু ভারতীয়দের কাছেও বেশ আগ্রহের বলে জানান তারা।

আসাম ট্রিবিউনের নির্বাহী সম্পাদক পি জে বড়ুয়া বলেন, আসাম বাংলাদেশের সীমান্তঘেঁষা। সীমানাপ্রাচীরের অপর প্রান্তে থাকলেও বাংলাদেশের সাফল্যে আমরা গর্ববোধ করি।

কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর বলেন, নিজস্ব অর্থায়নে বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণ করে তাদের সক্ষমতা জানান দিয়েছে। এই সেতু শুধু বাংলাদেশের যোগাযোগে যুগান্তকারী অধ্যায়ই রচনা করেনি, ট্রান্স এশিয়ান হাইওয়ের সঙ্গে ঢাকাকে যুক্ত করতেও সহায়ক হয়েছে।

এর আগে, ভারতীয় সাংবাদিকদের প্রতিনিধি দলটি গত ৬ জানুয়ারি বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প দেখতে ঢাকায় আসে। দলটিতে কলকাতার ২৪ জন এবং আসামের ৯ জন সাংবাদিক রয়েছেন। ৬ দিনের সফর শেষে তারা আগামী ১১ জানুয়ারি ভারতে ফিরে যাবে। দলের সঙ্গে রয়েছেন বাংলাদেশের উপপ্রধান তথ্য কর্মকর্তা আব্দুল জলিল।

এই বিভাগের আরো খবর

Leave a Comment