শরীরে কাপড়ের লেশমাত্র, রাস্তার মাঝেই পোশাক বিভ্রাট, নেটিজেনদের কটাক্ষের মুখে উরফি জাব

নিজস্ব প্রতিবেদন: পোশাক নিয়ে বারবার বিতর্কের মুখে পড়েন উর্ফি জাভেদ। কখনও শুধুমাত্র ব্রা পরেই হাজির হন এয়াপোর্টে কখনও আবার ট্রান্সপারেন্ট টপ পরে পৌঁছে যান ইভেন্টে। এবার আবারও পোশাক নিয়ে বিতর্কে ঝড় উঠেছে।
কাট আউট টপ

শুক্রবার একটি ইভেন্টে একটি কাট আউট টপ পরে হাজির হন উর্ফি। সেই টপে শরীরে প্রায় বেশিরভাগ অংশই আবরণমুক্ত।
সিজলিং উর্ফি

উর্ফির এই ছবিই ঝড় তুলেছে ইন্টারনেটে। তবে এবারও নেটিজেনদের কটাক্ষ তাঁকে এফোঁর ওফোঁর করে দিয়েছে।
কটাক্ষের মুখে

কোনও নেটিজেন লিখেছেন, ‘একে কেউ জামা কাপড় কিনে দিন’, অন্য একজন লিখেছেন, ‘নির্লজ্জ’, কেউ আবার লিখেছেন, ‘শুধু চাঁদর কে পরে?’
পোশাক বিভ্রাট
