শরীরে কাপড়ের লেশমাত্র, রাস্তার মাঝেই পোশাক বিভ্রাট, নেটিজেনদের কটাক্ষের মুখে উরফি জাব
Home রঙ্গমঞ্চ নেটিজেনদের কটাক্ষের মুখে উরফি জাবেদ।

নেটিজেনদের কটাক্ষের মুখে উরফি জাবেদ।

বিনোদন ডেস্ক

by Nahid Himel
শরীরে কাপড়ের লেশমাত্র, রাস্তার মাঝেই পোশাক বিভ্রাট, নেটিজেনদের কটাক্ষের মুখে উরফি জাব
In Controversy

নিজস্ব প্রতিবেদন: পোশাক নিয়ে বারবার বিতর্কের মুখে পড়েন উর্ফি জাভেদ। কখনও শুধুমাত্র ব্রা পরেই হাজির হন এয়াপোর্টে কখনও আবার ট্রান্সপারেন্ট টপ পরে পৌঁছে যান ইভেন্টে। এবার আবারও পোশাক নিয়ে বিতর্কে ঝড়  উঠেছে।

কাট আউট টপ
in Cut out top

শুক্রবার একটি ইভেন্টে একটি কাট আউট টপ পরে হাজির হন উর্ফি। সেই টপে শরীরে প্রায় বেশিরভাগ অংশই আবরণমুক্ত।

সিজলিং উর্ফি
Sizzling Urfi

উর্ফির এই ছবিই ঝড় তুলেছে ইন্টারনেটে। তবে এবারও নেটিজেনদের কটাক্ষ তাঁকে এফোঁর ওফোঁর করে দিয়েছে।

কটাক্ষের মুখে
Controversial
কোনও নেটিজেন লিখেছেন, ‘একে কেউ জামা কাপড় কিনে দিন’, অন্য একজন লিখেছেন, ‘নির্লজ্জ’, কেউ আবার লিখেছেন, ‘শুধু চাঁদর কে পরে?’
পোশাক বিভ্রাট
Wardrobe Malfunction
ইভেন্টে যাওয়ার আগে রাস্তায় পাপারাৎজিদের লেন্সবন্দি হন উর্ফি। সেখানেই ঘটে বিপত্তি। একটু হেলতেই সরে যায় স্তন আবরণ। মুখে হাসি বজায় রেখেই হাত দিয়ে পরিস্থিতি সামাল দেন অভিনেতা।

এই বিভাগের আরো খবর

Leave a Comment