গতকাল রোববার রাতে দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
২০১৬ সালে বিএনপির কাউন্সিল হলেও ছাত্র বিষয়ক সম্পাদকের পদটি শুন্য ছিল।
এক প্রতিক্রিয়ায় রকিবুল ইসলাম বকুল যুগান্তরকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আস্থা ও বিশ্বাস রেখে তাকে দায়িত্ব দিয়েছেন তা পালনে তিনি সচেষ্ট থাকবেন। এজন্য তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
রকিবুল ইসলাম বকুল খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে খুলনা-৩ আসন থেকে ধানের শীষের প্রার্থী হন।
১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই ফজলুল হক হলে ছাত্রদল কর্মী হিসেবে ছাত্র রাজনীতি শুরু করেন রকিবুল ইসলাম বকুল। এর পর হল কমিটির সহসভাপতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক, ফজলুল হক হল শাখা ছাত্রদলের নির্বাচিত জিএস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দুইবারের সহসভাপতি হন তিনি।
রকিবুল ইসলাম বকুল মহামারি করোনার শুরু থেকেই খুলনার অসহায় মানুষের পাশে বন্ধুর মতো দাঁড়িয়েছেন। তার ‘বকুল করোনা সাপোর্ট সেন্টার’ খুলনাবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম। এর মাধ্যমে করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়। ফোন দিলেই সেন্টারের স্বেচ্ছাসেবীরা রোগীদের বাসায় গিয়ে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছেন। বিতরণ করা হয়েছে মাস্ক। এছাড়া তার পক্ষ থেকে বিভিন্ন সময় ত্রাণ বিতরণ ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে।