ঢাকা-২০ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি বেনজীর আহমেদ বলেছেন, এখানে ভিপি নুরের কথা এসেছে। ভিপি নুর আমি মনে করি একটা সন্ত্রাসের নাম। সে যেসব পদক্ষেপ নেয় তা সরকার বিরোধী এবং ধ্বংসাতক বলে মন্তব্য করেন বেনজীর আহমেদ।
গতকাল সোমবার (৯ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনাকালে তিনি এসব কথা বলেন।বেনজীর আহমেদ বিএনপির সমালোচনা করে বলেন, বিজয়ের মাসে বিএনপি স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে সমাবেশ করে। আমরা অবাক হয়ে যাই। এখানে তালেবানি রাষ্ট্র বানানোর সুযোগ আমরা কাউকে দেবো না। বিএনপি এখন তলানীতে চলে গেছে। তাই তারা মরার আগে বিএনপিকে তাজা করতে চায়। আমরা মুক্তিযুদ্ধ করেছি। আমরা তো কারো কাজে পরাজয় মানতে পারি না।
এছাড়া রাষ্ট্রপতির ভাষনের ওপর আলোচনায় আরো অংশ নেন সরকারি দলের সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, বেগম মেরিনা জাহান, মো. মহিবুর রহমান, সৈয়দা রুবিনা আক্তার, শামীম উদ্দীন আহমেদ শিমুল, খালেদা খানম প্রমুখ।