ইংলিশ ফুটবল লিগ কাপ (ইএফএল কাপ) থেকে বিদায় নিয়েছে জায়ান্ট ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে সিটিজেনদের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে সাউদাম্পটন। ঘরের মাঠ সেন্ট মের"/>
Home মাঠে ময়দানে ইএফএল কাপ কোয়ার্টার ফাইনাল থেকে ম্যানসিটির বিদায়

ইএফএল কাপ কোয়ার্টার ফাইনাল থেকে ম্যানসিটির বিদায়

নিউজ ডেস্ক

by Nahid Himel

ইংলিশ ফুটবল লিগ কাপ (ইএফএল কাপ) থেকে বিদায় নিয়েছে জায়ান্ট ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে সিটিজেনদের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে সাউদাম্পটন। ঘরের মাঠ সেন্ট মেরিস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ম্যানসিটিকে ২-০ গোলে হারিয়েছে সাউদাম্পটন।ম্যাচের ২৩তম মিনিটে লিয়ানকোর পাস থেকে বল পেয়ে গোল করেন সেকোউ মারা। এর পাঁচ মিনিট পর ফের ম্যানসিটির জালে বল পাঠায় সাউদাম্পটন। এবার গোল করেন মৌসা জেনিপো। লাভিয়ার সহায়তায় দলের ব্যবধান বাড়ান দিগুণ তিনি। প্রথমার্ধের এই দুই গোলেই ম্যাচের ফল নির্ধারণ হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Comment