বিশ্ব ইজতেমার ময়দানে আজ শুক্রবার লাখ মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন শুক্রবার হওয়ায় ইজতেমা মাঠে স্মরণকালের সবচেয়ে বড় জামাত অন"/>
Home জাতীয় বিশ্ব ইজতেমায় আজ জুমার নামাজে লাখো মুসল্লি

বিশ্ব ইজতেমায় আজ জুমার নামাজে লাখো মুসল্লি

নিউজ ডেস্ক

by Nahid Himel
বিশ্ব ইজতেমার ময়দানে আজ শুক্রবার লাখ মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন শুক্রবার হওয়ায় ইজতেমা মাঠে স্মরণকালের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বী মাওলানা জুবায়ের।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে জুমার নামাজ শুরু হয়।

জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক মুসল্লি ইজতেমা স্থলে হাজির হন। ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মা‌ঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সব স্থান জনসমুদ্রে পরিণত হয়।

বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে ছুটে আসেন জুমার নামাজ আদায় করার জন্য। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলি-গলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা ও খবরের কাগজ বি‌ছি‌য়ে জুমার নামা‌জে শ‌রিক হ‌য়ে‌ছেন।জুমার নামাজের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পুলিশের পক্ষ থেকেও সড়কটি জুমার সময় বন্ধ রাখার কথা জানানো হয়। নামাজের পর যান চলাচল শুরু হয়। তবে মুসল্লিদের ভিড়ের কারণে খুবই ধীর গতিতে চলছে বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন।

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment