জিয়াউর রহমানকে খুনি ও বাই চান্স নেতা বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

Home রাজনীতি জিয়াউর রহমানকে বাই চান্স নেতা বললেন নৌপ্রতিমন্ত্রী

জিয়াউর রহমানকে বাই চান্স নেতা বললেন নৌপ্রতিমন্ত্রী

নিউজডেস্ক

by Nahid Himel

জিয়াউর রহমানকে খুনি ও বাই চান্স নেতা বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

গত শনিবার (১৪ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ও গয়েশ্বর রায়ের বক্তব্যের জবাবে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমরা শুনতে পাচ্ছি— গয়েশ্বর আর ফখরুলেরা বলছে ‘আমাদের স্বাধীনতা নাকি বাই চান্স চলে এসেছে। এর জবাবে বলতে চাই, বাই চান্স নেতা হচ্ছে খুনি জিয়াউর রহমান।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে, রাষ্ট্রক্ষমতা দখল করে, বঙ্গবন্ধুর খুনি ও স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে এ দেশকে অন্ধকারে নিয়ে গিয়েছিল জিয়াউর রহমান। মানুষের অধিকারকে হরণ করেছিল। বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে আজকে তারা ব্যর্থ হয়ে ইতিহাস বিকৃত করছে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের এগিয়ে যাওয়ার ইতিহাস বিকৃত করছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, অসহায় মানুষের পাশে আওয়ামী লীগ ছাড়া অন‍্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের দেখা যায় না। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। যেমনটি তারা করোনা মহামারির সময়ে মানুষের পাশে ছিল। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment