জাকের পার্টি জাতীয় রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন সাধনে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। তিনি বলেছেন, বিভেদ ও অনৈক্য দূর করে সাম্য, সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও বৃহত্তর ঐক্য সৃষ্টি করে দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখায় দৃঢ় প্রতিজ্ঞ জাকের পার্টি।
গতকাল রবিবার (১৫ জানুয়ারি) খুলনা মহানগর জাকের পার্টির কাউন্সিল- এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা মহানগর জাকের পার্টির সভাপতি কে এম ইদ্রিস আলী বিল্টুর সভাপতিত্বে কাউন্সিলে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) আব্দুল লতিফ খান যুবরাজ, খুলনা বিভাগীয় সভাপতি সাব্বির আহমেদ ও খুলনা জেলা সভাপতি আনছার আলী প্রমুখ। সঞ্চালনা করেন খুলনা মহানগর জাকের পার্টির সহ সভাপতি খান আরিফুর রহমান।
শামীম হায়দার বলেন, জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বিশ্ব অর্থনৈতিক মন্দা ও সম্ভাব্য খাদ্য সংকট নিয়ে যে সতর্কবার্তা উচ্চারণ করেছেন, আজ তার বাস্তবতা টের পাওয়া যাচ্ছে। মোস্তফা আমীর ফয়সল চান সম্ভাব্য অর্থনৈতিক মন্দা ও খাদ্য সংকট থেকে জাতি যেন রক্ষা পায়।জাকের পার্টি ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়।
কাউন্সিল শেষে খুলনা মহানগর জাকের পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়।