৭১তম মিস ইউনিভার্স হয়েছেন যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল। শনিবার (১৪ জানুয়ারি) রাতে তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এর আগে গত বছর প্রথম ফিলিপিনো-আমেরিকান হিসেবে মিস ইউএস খেতাবপ্রাপ্ত হন। খবর বারবাডোজ টুডের।
যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে মিস ইউনিভার্সের এবারের আসরটি অনুষ্ঠিত হয়। এতে ৮৪ জনকে পেছনে ফেলে শনিবার মুকুট জিতে নিয়েছেন তিনি।
টপ-৫ এ ওঠার পর গ্যাব্রিয়েলকে প্রশ্ন করা হয়েছিল, সাম্প্রতিক সময়ে আপনাকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বয়স্কদেরকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এ অবস্থায় আপনি কি করবেন?
জড়তা ছাড়াই গ্যাব্রিয়েল জবাব দিয়েছেন, ‘কর্তৃপক্ষকে বলবো, প্রতিযোগীদের বয়সসীমা আরো বাড়াতে’।
পরবর্তীতে ব্যাখ্যা সহকারে তিনি বলেন, ‘এখানকার প্রতিযোগী হিসেবে আমার বয়স ২৮ বছর এবং প্রতিযোগিতার জন্য এই বয়সকে বেশি হিসেবে ধরা হয়েছে। একজন নারী হিসেবে আমি বিশ্বাস করি, বয়স আমাদেরকে সংজ্ঞায়িত করে না। না গতকাল, না আজ, আর না আগামীকাল- এই মুহূর্তটাই গুরুত্বপূর্ণ’