Home রাজনীতি বিএনপি ষড়যন্ত্রের পথে ক্ষমতায় যেতে চায়: বাহাউদ্দিন নাছিম

বিএনপি ষড়যন্ত্রের পথে ক্ষমতায় যেতে চায়: বাহাউদ্দিন নাছিম

নিউজ ডেস্ক

by Nahid Himel
বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখার কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, তারা দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে। তাদের রাষ্ট্র মেরামতের ১০ দফা আবার ২৭ দফা দিয়েছে। কোনটা রূপরেখা আর কোনটা মেরামত প্রক্রিয়া সেটি তারা স্পষ্ট করতে পারেনি। নির্বাচন এলেই বিএনপি অন্যদিকে হাঁটে। বিএনপির জনগণের প্রতি আস্থা নেই বলে তারা নির্বাচনে যেতে চায় না।

তিনি বলেন, দেশে তিনশ আসনে তারা মনোয়ন দেয় সাতশ প্রার্থীকে। এটাই তাদের রাজনীতি। জনগণের কাছে ক্ষমা চেয়ে জনগণের কল্যাণে তাদের রাজনীতি করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে সঞ্চালনা করেন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাদ মুন্সী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবীর, সাবেক সাংগঠনিক সম্পাদক বজুলর রহমান খান রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

এই বিভাগের আরো খবর

Leave a Comment