বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক হিসেবে সেনাবাহিনীর দুজন মেজর জেনারেলকে নিয়োগ দিয়েছে সরকার। ওই দুজনসহ মোট চারজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে বিভিন্ন পদে পদায়ন করে গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিজিবি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনসারের সাবেক ডিজি মেজর জেনারেল একেএম নাজমুল হাসান। আনসারের নতুন ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল একেএম আমিনুল হক।
অন্যদিকে বিজিবির সাবেক ডিজি মেজর জেনারেল সাকিল আহমেদ ও এনএসাইর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন খানকে সেনাবাহিনীতে ন্যাস্ত করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।