বিএনপির সরকারবিরোধী আন্দোলন নস্যাৎ করতে আওয়ামী লীগ উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বুধবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, আওয়ামী লীগের মূল লক্ষ্যটাই হচ্ছে, উস্কানি দেওয়া। তারা বিএনপিসহ সরকারবিরোধী আন্দোলনে থাকা দলগুলোকে উস্কানি দিয়ে একটা ফাঁদের মধ্যে ফেলার চেষ্টা করছে। এর মাধ্যমে যাতে একটা সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয় সে চেষ্টাই করছে তারা।
বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগকে পাল্টা কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আওয়ামী লীগ অগণতান্ত্রিক পন্থায় ত্রাস সৃষ্টি করার লক্ষ্যে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির সময় পাল্টা কর্মসূচি ঘোষণা করছে। এ ছাড়া আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যেই বিরোধী দলের নেতাকর্মীদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি ও নির্দেশ দিয়ে তাদের দলের লোকদের অনুপ্রাণিত করেছে। মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় আওয়ামী লীগের এই অপতৎপরতার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া আওয়ামী লীগকে একই দিনে পাল্টা কর্মসূচি পালন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় উদ্ভূত পরিস্থিতির সকল দায় আওয়ামী লীগ ও বর্তমান সরকারকেই নিতে হবে।
মির্জা ফখরুল বলেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র বক্তব্য নিয়ে সরকার মিথ্যাচার করেছে। সরকার মিডিয়াকে ব্যবহার করে জনগনের সামনে একটা কথা বলতে চেয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করেছে, তারা এখন র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। সরকার আরও বলতে চেয়েছে, তারা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করতে চায়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাস থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার হয়েছে। অতীতেও আওয়ামী লীগ সরকার মিথ্যাচার করেছে। দুঃখের বিষয় হচ্ছে এবার মিথ্যাচার করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রীর ঢাকা ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। তবে সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতাবাস সেটার প্রতিবাদও করেছে।
ফখরুল বলেন, শুধু র্যাবের ওপর নয়, নিষেধাজ্ঞা আসা উচিত সরকারের ওপরও। কারণ, সরকারের নির্দেশে সকল ঘটনাগুলো ঘটেছে, র্যাব অতীতে যেসব করেছে তা সরকারের নির্দেশেই। তাই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিল কি দিল না সেটা কোনো ব্যাপার নয়। এ সরকারের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে জনগণ এবং সামনের দিনগুলোতে জনগণই সরকারের ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়িত করবে। আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপির সঙ্গে ডোনাল্ড লু’র কোনো সাক্ষাতের কর্মসূচি ছিল না। কারণ তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেননি।
এ সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে- ড. মোশাররফ ॥ দেশে গণতন্ত্র নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধান করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ ছাড়াও ছাত্রদল সেখানে স্বেচ্ছায় রক্তদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও ছিন্নমূল পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।