বর্তমান ও আগামী প্রজন্ম গড়ে উঠুক মহান মুক্তিযুদ্ধের চেতনায়- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন ‘তারুণ্যের বাংলাদেশ’ এর আয়োজনে আজ ১৯ জানুয়ারি ২০২৩, সকালে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের উন্নয়ন চিত্র শীর্ষক এই চিত্রাংকন প্রতিযোগিতায় স্কুলের মোট ৫০জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতা শুরুর আগে চিত্রাংকনের বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন তারুণ্যের বাংলাদেশের সভাপতি মোঃ মাহবুব-উল-আলম ফাহিম, সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসাইন, কোষাধ্যক্ষ মোঃ কাওসার আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ নূরুন্নাহার ও সহকারী প্রধান শিক্ষক হাসিনা পারভীন প্রমুখ।
উল্লেখ্য, বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের উন্নয়ন চিত্র শীর্ষক এই চিত্রাংকন প্রতিযোগিতায় মোট ৫টি শিক্ষাঙ্গনে অনুষ্ঠিত হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অঙ্কিত ছবির শ্রেষ্ঠত্ব বিচার করবেন স্বনামধন্য শিল্পীবৃন্দ। বিচারে উত্তীর্ণ প্রথম দশ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।