এক বিবৃত"/>
Home বিশ্বমঞ্চ বড় যুদ্ধের দামামা বাজছে ইউরোপে

বড় যুদ্ধের দামামা বাজছে ইউরোপে

নিউজ ডেস্ক

by Nahid Himel

ইউরোপজুড়েই যেন নতুন করে যুদ্ধের দামামা বাজছে। এমন পরিস্থিতির মাঝেই আড়াই বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাঠাবে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ইউক্রেনে কয়েকশ সাঁজোয়া যানসহ হাজার হাজার রকেট ও কামানের গোলা পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটি। খবর রয়টার্সের।

এই সহায়তা প্যাকেজে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমসের (এইচআইএমএআরএস) জন্য অতিরিক্ত গোলা, আটটি অ্যাভেঞ্জার এয়ার-ডিফেন্স সিস্টেম, লাখখানেক কামানের গোলা এবং প্রায় দুই হাজার অ্যান্টি-আর্মার রকেট আছে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র কিয়েভকে ২ হাজার ৭৪০ কোটি ডলারেরও বেশি নিরাপত্তা সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট, ক্রেমলিনপ্রধান ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোকে হুঁশিয়ার করে বলেছেন, ইউক্রেইনে রাশিয়ার হার পারমাণবিক যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। “প্রচলিত যুদ্ধে পারমাণবিক শক্তিধর কারো হার পরমাণু যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে,” টেলিগ্রামে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নেটো এবং আরও কিছু দেশের প্রতিরক্ষামন্ত্রীরা শুক্রবার জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে ইউক্রেইনে রাশিয়াকে হারানোর কৌশল ও কিইভকে সহায়তার বিষয় নিয়ে যে নীতি ঠিক করবেন, তার ঝুঁকির বিষয়টিও তাদের মাথায় রাখা দরকার বলে মন্তব্য করেছেন রুশ এ রাজনীতিক।

এই বিভাগের আরো খবর

Leave a Comment