বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উন্নয়ন করতে হলে নৌকা বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ১৪ বছর ধরে এ অঞ্চলে যে উন্ন্য়ন করেছেন, তা অতীতের কোন সরকার করতে পারেনি। গতকাল শুক্র"/>
Home রাজনীতি নৌকার প্রার্থীকে  ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন :  নানক

নৌকার প্রার্থীকে  ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন :  নানক

 

by Nahid Himel

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উন্নয়ন করতে হলে নৌকা বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ১৪ বছর ধরে এ অঞ্চলে যে উন্ন্য়ন করেছেন, তা অতীতের কোন সরকার করতে পারেনি।

গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নৌকার প্রার্থীর পক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভোটারদের উদ্দেশ্যে বলেন-উত্তরের সমৃদ্ধ এ জনপদটি আজ পিছিয়ে রয়েছে। তাই নৌকার প্রার্থী আব্দুল ওদুদকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন এবং উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হোন।

অবহেলিত এ জনপদের আবার উন্নয়ন হবে। সরকারের ধারাবাহিক উন্নয়নে আশ্বস্ত জনগণ। নৌকায় ভোট দিয়ে এ অঞ্চলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এবার নৌকার বিজয় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ এলাকার মানুষের চিকিৎসা সেবা দোড়গোড়ায় পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণ, এখান থেকে ঢাকা পর্যন্ত বনলতা ট্রেন চালু করেছেন। তিনি বলেন, এ অঞ্চলের ভোটারদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপি’র সংসদ সদস্য হারুনুর রশিদ পদত্যাগ করেছেন। তারা শেখ হাসিনার সরকারকে উৎখাত করে আন্দোলনকে আরো বেগবান করার জন্য পদত্যাগ করেছে। সাড়ে ৩’শ আসনের মধ্যে মাত্র ৫জন বিএনপি’র সাংসদ ছিলেন। সরকারের গায়ে আঁচর লাগেনি। বিএনপি উন্নয়ন চাই না, তারা কানসাটের পল্লী বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল। তারা ধ্বংসকারী, আর আওয়ামী লীগ সরকার সেই ধ্বংসস্তুপ থেকে ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। বিগত ১৪ বছরে এ জেলায় যে উন্নয়ন হয়েছে, আপনারাই তার সাক্ষি। এ অঞ্চলের দূর্গম চরে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে বিদ্যুৎ পৌছে দেয়ার কাজ শুরু হয়েছে। উন্নয়ন করছে নৌকা, দাবী নিয়ে এসেছি ভোট পাবার জন্য। শেখ হাসিনার বার্তা পৌছে দেয়ার জন্যই এখানে আসা। আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে এমপি হিসেবে আব্দুল ওদুদকে নির্বাচিত করলে মমতাময়ী শেখ হাসিনা এই এলাকার উন্নয়ন সাধন করবেন। এ অঞ্চল হবে নৌকার ঘাঁটি, তাই নৌকাকে ভোট দিয়ে এ জেলার উন্নয়ন আরো গতিশীল হবে।

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, বিএনপি বিদ্যুৎ না দিয়ে টাকা লুটপাট করেছিল। তারা সার না দিয়ে কৃষককে গুলি করে হত্যা করেছিল। এটিই তাদের রাজনীতির বড় বৈশিষ্ট। বিএনপি প্রার্থী দেয় নাই। কিন্তু গোপন সমর্থন দিয়েছেন কোন প্রার্থীকে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট ভিক্ষা চাইতে হবে। নৌকা উন্নয়নের প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে। তিনি আরো বলেন, একসময় বলা হত নৌকায় ভোট দিলে মসজিদে আযানের ধ্বনি শোনা যাবে না, উলুধ্বনি শোনা যাবে ও দেশ ভারত হয়ে যাবে। তারা মানুষকে এভাবে বিভ্রান্তি করেছিল। আজ তাদের এ কথায় আর ফাঁদে পা দিবে না। জয়ী হবার বিকল্প নাই, নৌকার প্রতীক প্রতিটি জনগণের ভালবাসার প্রতীক। নেতাকর্মীদের উদ্যোশ্যে বলেন, যারা দলের পদ ধরে আছেন, তারা যদি কেউ এদিক ওদিক করেন। আপনাদের দিকে দৃষ্টি দেয়ার জন্য শেখ হাসিনা বিশ^স্ত নেতাদের এখানে পাঠিয়েছেন। আ,লীগ সরকার ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করছেন, যা চলমান রয়েছে। আ.লীগ সরকারের বাইরে যারা ক্ষমতায় ছিল তাদের আমলে মসজিদ নির্মাণ হয়নি। ইসলামের জন্য কে কাজ করে, আপনারাই এর সাক্ষি। বিএনপি এ এলাকার উন্নয়ন করতে পারেনি। তারা শুধু মিথ্যাচার করে মানুষের কাছে ভোট নিয়েছিল। এদেরকে মানুষ আজ চিনতে পেরেছে। এখানে বিএনপির এমপি যিনি ছিলেন তিনি কোন উন্নয়ন করতে পারেননি এ অঞ্চলের মানুষ আজ এর খেসারত দিচ্ছে। তিনি আরো বলেন, সহজ সরল মানুষদের বিভ্রান্ত করা যাবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এমপি নির্বাচিত করা হলে আপনারা আরো উন্নয়ন পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের যে উন্নয়ন করেছেন, তার প্রমাণ আজ নারীদের উপস্থিতি বলে দিচ্ছে। শেখ হাসিনার বার্তা পৌছে দেয়ার জন্যই এখানে আসা। আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে এমপি হিসেবে আব্দুল ওদুদকে নির্বাচিত করলে মমতাময়ী শেখ হাসিনা এই এলাকার উন্নয়ন সাধন করবেন। জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে পথসভায় বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত, নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরো খবর

Leave a Comment