জাতীয় পার্টির মহাসচিব কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সাংসদ মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচনের আগে সবারই ক্ষমতায় যাওয়া"/>
Home রাজনীতি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের ক্ষমতায় আনা যাবে না: জাতীয় পার্টির মহাসচিব 

মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের ক্ষমতায় আনা যাবে না: জাতীয় পার্টির মহাসচিব 

নিউজ ডেস্ক

by Nahid Himel
জাতীয় পার্টির মহাসচিব কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সাংসদ মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচনের আগে সবারই ক্ষমতায় যাওয়ার টার্গেট থাকবে এটিই স্বাভাবিক। তবে এমন কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায় নেওয়া যাবে না, যারা ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দেবে। রাজাকার ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির আস্ফালন বাড়বে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসুর সভাপতিত্বে গতকাল শনিবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে  অনুষ্ঠিত এক মতবিনিময় ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের লোকজনের প্রতি এমন আহ্বান জানান।

এ সময় চুন্নু মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন সড়কের নামাকরণেরও আহ্বান জানান।

করিমগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল আলম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মেহেদী উল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এই বিভাগের আরো খবর

Leave a Comment