উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসুর সভাপতিত্বে গতকাল শনিবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের লোকজনের প্রতি এমন আহ্বান জানান।
এ সময় চুন্নু মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন সড়কের নামাকরণেরও আহ্বান জানান।
করিমগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল আলম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মেহেদী উল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।