Home জাতীয় ‘পাওয়ার হাউজ’ ছাড়তে নারাজ ক্ষমতার ছড়ি ঘোরানো কর্মকর্তারা

‘পাওয়ার হাউজ’ ছাড়তে নারাজ ক্ষমতার ছড়ি ঘোরানো কর্মকর্তারা

নিউজ ডেস্ক

by Nahid Himel
linkedin sharing button
একশ্রেণির আমলারা সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে তাদের পোস্টিং ধরে রাখতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন। পদোন্নতিসহ নানা কারণে পূর্বের প্রাইজপোস্টিং হাতছাড়া হয়ে যাওয়ায় যাদের অনেকে এখন মহাদুশ্চিন্তাগ্রস্ত। জনপ্রশাসন মন্ত্রণালয় অন্য দপ্তরে পোস্টিং দিতে চাইলেও তারা পূর্বের ‘পাওয়ার হাউজ’ ছাড়তে নারাজ। যেকোনো মূল্যে হারানো সাম্রাজ্য ফিরে পেতে অনড়। কেউ কেউ আগের দপ্তরে আনঅফিসিয়ালি সক্রিয় থাকার চেষ্টাও করছেন। কাঙ্ক্ষিত পোস্টিং না হলে নিদেনপক্ষে সংযুক্ত হলেও তারা থাকতে চান। সংশ্লিষ্ট একাধিক সূত্র যুগান্তরকে এমন তথ্য জানিয়েছে।

প্রশাসনের সাধারণ কর্মকর্তারা বলেন, এ ধরনের অন্যায় আবদার রক্ষার কারণে ইতোমধ্যে সরকারের অনেক ক্ষতি হয়েছে। সুবিধাবাদীদের কারণে প্রকৃত ছাত্রলীগ করা এবং শতভাগ আওয়ামী পরিবারের অনেক দক্ষ ও যোগ্য আমলা পাওয়ার হাউজগুলোতে পোস্টিং পাননি। যে ক’জন পেয়েছিলেন তাদের এক পর্যায়ে কৌশলে সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া এসব কর্মকর্তার বিরুদ্ধে এমনো অভিযোগ ছিল যে, তারা সেখানে পোস্টিং পাওয়ার পর সরকারের গুডবুকে থাকা বাকি কর্মকর্তাদের সেখানে ভিড়তেই দেননি। ফলে বর্তমান সরকারের শুরু থেকেই প্রকারান্তরে প্রকৃত আওয়ামীপন্থি দক্ষ ও সাহসী আমলাদের সঠিক স্থানে পোস্টিং হয়নি। এ সারির কর্মকর্তাদের মধ্যে এখনো যারা কর্মকর্তা আছেন, তাদের প্রায় সবাই কম গুরুত্বপূর্ণ পদে দূরে দূরে আছেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচিব আক্ষেপ করে বলেন, ‘বিলম্বে হলেও সরকারের নীতিনির্ধারক মহলের কাছে সব খবরই আছে। কিন্তু এখন আর কিছুই করার নেই। পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে, একদিনের জন্য মন্ত্রণালয় বিভাগে কাজ করেনি, অথচ এমন কর্মকর্তাও এখন অনেক বড় পদে বসে আছেন। তাহলে জুনিয়র গ্রুপকে দায়ী করে আর কী হবে। তারাও একই পথে হাঁটবে এবং শেষ পর্যন্ত সফল হয়েও যেতে পারে। তাই আমাদের আফসোস করা ছাড়া কিছুই বলার নেই।’

এই বিভাগের আরো খবর

Leave a Comment