ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৫ টি পদের মধ্যে ৯টিতে আওয়ামীপন্থী সম্মিলিত আইন"/>
Home জাতীয় ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়

ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়

নিউজ ডেস্ক

by Nahid Himel

 ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৫ টি পদের মধ্যে ৯টিতে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী ও বিএনপি পন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের আইনজীবীরা ৬ টিতে বিজয়ী হয়েছেন।  নির্বাচনে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ৪৫৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট নুরুল হক পেয়েছেন ৩৯২ ভোট। আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের অ্যাডভোকেট আবুল কালাম পেয়েছেন ৪৫৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। 

নির্বাচনে সহ সভাপতি পদে মো. মোখলেছুর রহমান কেনান, আবদুল বারেক, সহ সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ শহীদুল¬াহ সিরাজ ও মাহবুব আজাদ খান, অডিটর পদে মো. ওবায়দুল হক (শোভন) নির্বাচিত হন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহনাজ বেগম, মোহাম্মদ সেলিম মিয়া, তাজকিয়াতুল জান্নাত, মো. সাজ্জাদুর রহমান, মো. জহিরুল ইসলাম ভুঁইয়া (নয়ন), মো. রেজওয়ানুল হক (সুমন) ও প্রান্ত রাউত উৎস।
গত রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে শুরু হয় ভোটগণনা। এক বছর মেয়াদী এ নির্বাচনে ৯৪১ জন ভোটারের মধ্যে ৮৭৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে দুটি প্যানেলে ১৫টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী অংশ গ্রহণ করেন।।

এই বিভাগের আরো খবর

Leave a Comment