চার মাসের মধ্যে পঞ্চমবারের মতো চট্টগ্রামে বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার বিভাগীয় পর্যায়ের সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ব্যাপক জনসমাগম ঘটানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
নগরীর নুর আহমদ সড়কের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে বিকালে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
গত বছরের ১২ অক্টোবর নগরীর পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত বিভাগীয় গণসমাবেশের মতোই এ সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ যোগ দেবে বলে বিএনপি নেতারা আশা করছেন। এর মাধ্যমে মাঠ পর্যায়ে বিএনপির শক্ত অবস্থান তুলে ধরা হবে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ঘটিয়ে তারা প্রমাণ করতে চান-মামলা-হামলার ভয় দেখিয়ে তাদের দমানো যাবে না। তারা আন্দোলনের জন্য প্রস্তুত। বিএনপির অনেক নেতা মনে করেন, পলোগ্রাউন্ডের সমাবেশে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। এখান থেকে অনুপ্রাণিত হয়েই বিএনপি বিভিন্ন বিভাগীয় শহরে একাধিক বড় সমাবেশ করেছে।
শনিবারের সমাবেশ সফল করতে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। চট্টগ্রাম মহানগর, দক্ষিণ জেলা ছাড়াও কক্সবাজার, বান্দরবানসহ বিভাগের বিভিন্ন জেলায় প্রস্তুতিসভায় কেন্দ্রীয় নেতারা দিকনির্দেশনা দিয়েছেন। ভয়ভীতি উপেক্ষা করে কর্মী-সমর্থকদের এ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কর্মসূচির সমন্বয়কারী বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অতীতের মতো আগামী সমাবেশেও জনতার ঢল নামবে। পলোগ্রাউন্ডের মতো জনসমাগম হবে।
প্রস্তুতি প্রসঙ্গে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীতে বিএনপি সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী। সরকারের শত দমন-নিপীড়নকে আমরা ভয় পাই না। আমাদের যে পদযাত্রা শুরু হয়েছে, তা হচ্ছে বিজয়ের পদযাত্রা। আর আওয়ামী লীগের জন্য মরণযাত্রা।
নগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী জানান, বিভাগীয় সমাবেশের জন্য জেলা পরিষদ চত্বর, ওয়াসা মোড় ও কাজীর দেউড়ি এলাকার অনুমতি চেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। দলীয় কার্যালয়ের সামনে অনুমতি পাওয়া গেছে। সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক প্রমুখ।
দলীয় সূত্র জানায়, গত চার মাসে বিভিন্ন দাবিতে বিএনপি চট্টগ্রামে পলোগ্রাউন্ডের গণসমাবেশসহ চারটি বড় শোডাউন করেছে। এগুলো রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত হচ্ছে। এর মধ্যে রয়েছে-২৪ ডিসেম্বর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদের সামনে থেকে গণমিছিল, ১১ ডিসেম্বর সিআরবিতে গণ-অবস্থান এবং সর্বশেষ ১৬ জানুয়ারি নুর আহমদ সড়কের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ। শনিবারের বিভাগীয় সমাবেশটি হবে পঞ্চম সমাবেশ।