ঘরের মাঠে নেপালের বিপক্ষে তিন মিনিটেই বাংলাদেশকে এগিয়ে দেন আকলিমা (১-০)। ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র (২-০)। বিরতির পর চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। ২৪ মিনিটে হেডে গোল করে ব্যবধান কমান নেপালের মানমায়া (২-১)। ম্যাচের শেষ সময়ে জোরালো শটে নেপালের জাল কাঁপান শাহেদা আক্তার (৩-১)। রোববার দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এদিকে দিনের প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে হারিয়ে স্বাগতিক বাংলাদেশকে সতর্কবার্তা দিয়ে রাখল ভারত। লিন্ডা কম, অনিতা কুমারী ও নেহা হ্যাটট্রিক করেন। তিনজনের হ্যাটট্রিক ছাড়াও জোড়া গোল করেছেন অপূর্ণা। এক গোল করেন নিতু। চারদেশীয় টুর্নামেন্টে লিগভিত্তিক খেলা শেষে শীর্ষ দুই দলের মধ্যে হবে ফাইনাল।
previous post