Home ৬৪ জেলা চলন্ত ট্রেনে উঠার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

চলন্ত ট্রেনে উঠার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

দিনাজপুর সংবাদদাতা

by Nahid Himel
twitter sharing buttonদিনাজপুরের বিরামপুরে চলন্ত ট্রেনে উঠার চেষ্টাকালে কাটা পড়ে ফিরোজ কবির (৩৫) নামের এক যুবকের শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়েছে। রোববার দুপুরে বিরামপুর রেলস্টেশন প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

ফিরোজ কবির পৌরশহরের শাহিনপুকুর শান্তিনগর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির দিকে যাচ্ছিল। ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর ট্রেনে উঠার জন্য দরজায় পা দেন ফিরোজ। হঠাৎ পা ফসকে তিনি লাইনের পাশে পড়ে যান। এ সময় ট্রেনের চাকা তার পায়ের ওপর দিয়ে চলে গেলে শরীর থেকে দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহরিয়ার পারভেজ বলেন, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিরামপুর রেলওয়ের স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। ট্রেনটি চিলাহাটি রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment