মুহূর্তেই ভাইরাল ছবিগুলো। প্রতিবেদনে বলা হয়, কোঝিকোড় শহরের বাসিন্দা জিয়া ও জাহাদ তিন বছর ধরে একসঙ্গে থাকছিলেন। জিয়ার স্বপ্ন ছিল মা হওয়ার। অন্যদিকে জাহাদ চেয়েছিলেন বাবা হতে।
জানা গেছে, পুরুষ হয়ে জন্ম নিয়েছেন জিয়া। কিন্তু মন থেকে নিজেকে মেয়েই ভাবতেন। জীবনের একপর্যায়ে স্বাবলম্বী হন তিনি। এর পরেই পাল্টে ফেলেন লিঙ্গ। প্রায় একই গল্প জাহাদের। নারী হয়ে জন্ম হয়েছিল তার। কিন্তু বরাবরই তিনি পুরুষ হতে চেয়েছিলেন।
এদিকে জীবনের এই শুভক্ষণে তাদের পাশে দাঁড়িয়েছেন কিছু বন্ধু আর পরিবারের সদস্যরা। তাদের প্রতি ধন্যবাদ জানিয়েই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন দুজন। ছবির ক্যাপশনে জিয়া জানান, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। কিন্তু কখনো হার মানেননি। নতুন জীবনের স্বপ্ন দেখেছেন।