নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে হার দিয়ে। রবিবার কেপটাউনে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলা"/>
Home মাঠে ময়দানে আমাদের ১৫-২০ রানের ঘাটতি ছিল : নিগার

আমাদের ১৫-২০ রানের ঘাটতি ছিল : নিগার

স্পোর্টস ডেস্ক

by Nahid Himel
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে হার দিয়ে। রবিবার কেপটাউনে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের দেওয়া ১২৭ রানের লক্ষ্যে ১০ বল হাতে রেখেই পৌঁছে যায় লঙ্কানরা। হারের পর বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন ঘাটতিটা কোথায় ছিল।

ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করে সংবাদ সম্মেলনে নিগার বলেন, ‘আমার মনে হয়, ১৫-২০ রানের ঘাটতি ছিল আমাদের। এই ধরনের উইকেটে অন্তত ১৪০ রানের বেশি করতে পারলে ভালো হতো। কারণ, তাদের ব্যাটিং বিভাগ অনেক শক্তিশালী। আমাদের শুরুটা ভালো ছিল, কিন্তু দশম ওভারের পর ভালো করতে পারিনি। ষষ্ঠ ওভারের পর আমারা আর কোনো বাউন্ডারি মারতে পারিনি। ওখানে আমাদের ঘাটতি ছিল এবং এটির মূল্যই দিতে হয়েছে।’

হারা ম্যাচেও বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন পেসার মারুফা আক্তার। ২৩ রানে তিন উইকেট নেওয়া মারুফা সংবাদ সম্মেলনে বলেন, ‘ওখানে (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে) আত্মবিশ্বাস নিয়ে খেলেছি। এমনভাবে খেলেছি যেন আপনাদের সঙ্গে (জাতীয় দলে) খেলার সুযোগ পাই। (টানা দুই বলে উইকেট নিয়ে) অনেক ভালো লাগছিল।’

বিশ্বকাপের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপের অন্য দলগুলো হলো―অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২১ ফেব্রুয়ারি প্রোটিয়াদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এই বিভাগের আরো খবর

Leave a Comment