২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হয়েছিল। কিন্তু ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট, তিনি তখন এই চুক্তি থেকে সরে আসেন। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর আবার চুক্তিতে ফেরার আগ্রহ দেখান। তারপর আলোচনা শুরু হলেও মাঝেমধ্যেই থমকে যাচ্ছে। ইরান অবশ্য জানিয়েছে, তারা শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির ব্যবহার করছে। তাদের দাবি, আগে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তারপর তারা পরমাণু চুক্তিতে আবার ফেরার ব্যাপারে ভাববে।
গত সেপ্টেম্বরে ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। এই পরিস্থিতি নিয়ে শি বলেছেন, ‘বর্তমান জটিল পরিস্থিতিতে ইরান ও চীন পরস্পরকে সমর্থন ও সহযোগিতা করে যাবে।’